For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রামমন্দির নিয়ে হুঙ্কার অমিত শাহর! ভোটের আগে বিরোধীদের ছুড়ে দিলেন চ্যালেঞ্জ

লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক তাপ উত্তাপ। ভোটের আগে একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। তেমনই হিন্দুত্ব ইস্যুকে এবার খোলাখুলি উস্কে দিতে চাইছে গেরুয়া শিবির।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচন ঘিরে ক্রমেই বাড়ছে রাজনৈতিক তাপ উত্তাপ। ভোটের আগে একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। তেমনই হিন্দুত্ব ইস্যুকে এবার খোলাখুলি উস্কে দিতে চাইছে গেরুয়া শিবির। সমালোচকদের মতে কংগ্রেসের নরম হিন্দুত্ববাদের কাছে মধ্যপ্রদেশ ও রাজস্থান নির্বাচনে খানিকটা পিছিয়ে পড়েছিল বিজেপি। তবে ,সেসবে তোয়াক্কা না করেই , এদিন ফের একবার বিন্দুত্ব ইস্যুকে উস্কে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

রামমন্দির নিয়ে হুঙ্কার অমিত শাহর! ভোটের আগে বিরোধীদের ছুড়ে দিলেন চ্যালেঞ্জ

রাজধানী দিল্লিতে এদিন দলের জাতীয় অনুষ্ঠানে বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ বলেন,'রামমন্দির ইস্যুতে সমস্ত দলের অবস্থান স্পষ্ট হওয়া উচিত। আমাদের অবস্থান স্পষ্ট। বিজেপি চায় রামমন্দির হোক। ওই জায়গাতেই হোক।' এদিন,'ভারত কে মন কি বাত, নরেন্দ্র মোদীকে সাথ' অনুষ্ঠানের সূচনা লগ্নে এমনই বার্তা দিয়ে বিরোধী শিবিরকে রামমন্দির ইস্যুতে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পদ্মশিবিরের চাণক্য অমিত শাহ। তিনি বলেন,'গত ৩০ বছর ধরে কোনও কংক্রিট দৃষ্টিকোণ বা পদক্ষেপ ছিল না দেশের সমস্যা সমাধানে। ২০১৪ সালের আগে পার্টিগুলি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেআর তারজন্য়ই অর্থনৈতিক মন্দাও দেখা দিয়েছে। এর আগে ছিলনা কোনও আর্থিক স্থিতাবস্থা।'

[আরও পড়ুন: বালুরঘাটে মোবাইলে ভাষণ! রায়গঞ্জের সভায় যোগ দিচ্ছেন যোগী][আরও পড়ুন: বালুরঘাটে মোবাইলে ভাষণ! রায়গঞ্জের সভায় যোগ দিচ্ছেন যোগী]

অমিত শাহ এদিন বলেন, 'প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী সিদ্ধান্তমূলক ও শক্ত পদক্ষেপ নিয়েছেন, যাতে দেশের উন্নতি হয়। ভারতীয়জনতা পার্টি আর বাকি পার্টিগুলির মধ্যে বহু ফারাক রয়েছে। দেশের আভ্যন্তরীন গণতন্ত্রে বিশ্বাস করে বিজেপি, আর তার মাধ্যমেই দেশের গণতন্ত্র এগিয়ে যেতে পারে। '

[আরও পড়ুন: চিকিৎসকের নির্দেশে ঘরবন্দি! ব্রিগেডে আসছেন না কানহাইয়া কুমার][আরও পড়ুন: চিকিৎসকের নির্দেশে ঘরবন্দি! ব্রিগেডে আসছেন না কানহাইয়া কুমার]

[আরও পড়ুন: ব্রিগেডের আগে পাঁশকুড়ায় সিপিএম কর্মীর বাড়িতে হামলা! অভিযোগ অস্বীকার তৃণমূলের][আরও পড়ুন: ব্রিগেডের আগে পাঁশকুড়ায় সিপিএম কর্মীর বাড়িতে হামলা! অভিযোগ অস্বীকার তৃণমূলের]

English summary
BJP wants Ram temple, other parties must make stand clear, says Amit Shah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X