For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিএ-র টাকায় উদরপূর্তি তৃণমূল নেতাদের! হলফনামা নিয়ে রাজ্যকে খোঁচা দিলীপের

ডিএ মামলা এবার গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে হলফনামা আকারে রাজ্য সরকার তাদের দাবিও উল্লেখ করেছে। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

ডিএ মামলা এবার গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে হলফনামা আকারে রাজ্য সরকার তাদের দাবিও উল্লেখ করেছে। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, রাজ্যের কোনও কাজ নেই তাই কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছে। সমহারে এ রাজ্যও তো টাকা পাচ্ছে, তাহলে কেন ডিএ-র টাকা দেবে না রাজ্যের সরকার? প্রশ্ন তোলেন দিলীপ।

রাজ্যকে একহাত নেন দিলীপ ঘোষ

রাজ্যকে একহাত নেন দিলীপ ঘোষ

হাইকোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মেটাতে হবে। রাজ্য এরপর নির্দেশ পুনর্বিবেচনার দাবিতে হাইকোর্টের শরণাপন্ন হয়। কিন্তু হাইকোর্ট সেই দাবি খারিজ করে দেয়। এরপর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেখানে দেওয়া হলফনামার পরিপ্রেক্ষিতেই রাজ্যকে একহাত নেন দিলীপ ঘোষ।

রাজ্য কেন দিতে পারবে না, প্রশ্ন দিলীপের

রাজ্য কেন দিতে পারবে না, প্রশ্ন দিলীপের

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, সরকারের কোনও কাজ নেই বলেই শুধু কোর্টে কোর্টে ঘুরে বেড়াচ্ছেন। আজ হাইকোর্ট, কাল সুপ্রিম কোর্ট করে কালবিলন্ব করছেন। কিন্তু কালবিলম্ব করে লাভ নেই, রাজ্য সরকার কর্মীদের হকের টাকা রাজ্যকে দিতেই হবে। অন্য রাজ্য দিতে পারছে যখন এ রাজ্যে কেন দিতে পারবে না, প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।

তাহলে কি ডি-এর টাকা ঢুকছে নেতাদের পকেটে?

তাহলে কি ডি-এর টাকা ঢুকছে নেতাদের পকেটে?

বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, রাজ্যে উন্নয়ন নেই, আইনশৃঙ্খলা নেই। তা বলে কি টাকাও নেই। এ রাজ্যে চারিদিকে বোমা-বন্দুক আর স্ক্যাম রয়েছে। তাহলে কি ডি-এর টাকা ঢুকছে নেতাদের পকেটে? সব রাজ্যই তে সমহারে টাকা পায়। তাহলে কেন্দ্র যদি দিতে পারে, অন্য রাজ্য যিদি দিতে পারে, এ রাজ্য কেন দিতে পারবে না ডিএ।

সব টাকা নেতাদের পেটে যাচ্ছে, যুক্তি দিলীপের

সব টাকা নেতাদের পেটে যাচ্ছে, যুক্তি দিলীপের

দিলীপ ঘোষের প্রশ্ন এ রাজ্যে কোথায় যায় ডিএ-র টাকা? সাড়ে ১৪ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে এ রাজ্যে। সেই সাড়ে ১৪ লক্ষ ভুয়ো জব কার্ডের প্রায় ১৬০০ কোটি টাকা বছরে লুঠ হয়। ৬২ লক্ষ বাতিল রেশন কার্ডের রেশন লুঠ হয়। তাহলেই ভাবুন কত বড় পেট এ রাজ্যের শাসক নেতাদের। সব টাকা নেতাদের পেটে যাচ্ছে, ডিএ-র টাকাও তাহলে নেতাদের পেটে যাচ্ছে!

সমহারে ডিএ দেওয়া সম্ভব নয়, হলফনামায় রাজ্য

সমহারে ডিএ দেওয়া সম্ভব নয়, হলফনামায় রাজ্য

গত ১২ অগাস্ট হাইকোর্টে ডিএ-রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। তারপর ৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে রাজ্য সরকার দাবি করে, সরকারি কর্মীদের কোনও ডিএ বাকি নেই। এরপর ২২ সেপ্টেম্বর রাজ্য সরকারের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আর্জি জানায়, রাজ্য সরকারের পক্ষে কেন্দ্রের সমহারে ডিএ দেওয়া সম্ভব নয়। তাহলে রাজ্য সরকার অর্থ সঙ্কটে পড়বে।

English summary
BJP vice president Dilip Ghosh takes on TMC leaders about DA affidavit in Supreme court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X