For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোপালে মদের দোকানে থান ইঁট ছুড়লেন বিজেপি নেত্রী উমা ভারতী, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

ভোপালে মদের দোকানে থান ইঁট ছুড়লেন বিজেপি নেত্রী উমা ভারতী, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

Google Oneindia Bengali News

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির বর্ষীয়ান নেত্রী উমা ভারতী বারংবার মদ্যপানের বিরুদ্ধে সরব হয়েছেন। রবিবার উমা ভারতী থান ইঁট ছুঁড়ে মারেন একটি মদের দোকানে। যার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভোপালের ভেল শহরে অবস্থিত ওই মদের দোকানে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ছয় মাস আগেই বিজেপি নেত্রী জানিয়েছিলেন যে তিনি মদের বিরুদ্ধে নিষেধীজ্ঞা আনতে হাতে লাঠি তুলে নেবেন।

ভোপালে মদের দোকানে থান ইঁট ছুড়লেন বিজেপি নেত্রী উমা ভারতী, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়


মদের দোকান ভাঙচুর করার ভিডিও উমা ভারতী তাঁর নিজের টুইটার হ্যান্ডেলেও শেয়ার করেন। ভারতী পরে টুইট করে জানিয়েছেন যে তিনি মহিলাদের রক্ষা করতে এই পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি জানান, পুরুষরা এই দোকান থেকে মদ খেয়ে মদ্যপ হয়ে এলাকায় মহিলা বাসিন্দাদের প্রতি অত্যাচার করেন। ভিডিওতে দেখা গিয়েছে, ভারতী মদের দোকানে ঢোকেন, যেটি দড়ি দিয়ে ব্যারিকেড করা ছিল। উমা ভারতীয় সঙ্গে ছিলেন তাঁর কিছু সমর্থক ও ক্যামেরাম্যান।

উমা ভারতী সকলকে নিয়েই দড়ির ব্যারিকেড অতিক্রম করে দোকানে ঢোকেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি যে দোকানে ঢোকেন সেখানে থরে থরে মদ সাজানো রয়েছে। তিনি একটি বড় ঢিল নিয়ে মদের বোতল লক্ষ্য করে ছুঁড়ে দেন। এরপর ঝনঝন করে বোতল ভাঙার আওয়াজ শোনা যায়। এরপর তিনি বেরিয়ে আসেন দোকান থেকে। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

সিবিআইয়ের তৃতীয় চিঠি এড়িয়ে গরু পাচার কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত সিবিআইয়ের তৃতীয় চিঠি এড়িয়ে গরু পাচার কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত

উমা ভারতীর এই কীর্তি থেকে নিজেদের দূরে রেখেছে বিজেপি। রাজ্যের প্রাক্তন বিজেপির মুখ্য মুখপাত্র দীপক বিজয়বর্গীয় বলেন, '‌উমা ভারতী নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে তাঁর মতামত প্রকাশ করতে পারেন, তবে যদি তাঁর প্রতিবাদের কাজটি আইন বিরুদ্ধ হয় তবে শুধুমাত্র তিনিই এ বিষয়ে কথা বলতে পারেন।’‌ যদিও উমা ভারতী জানিয়েছেন যে ভোপালের আজাদ নগরে একাধিক মদের দোকান বস্তিতে বসবাসকারী শ্রমিকদের মধ্যে মদ বিক্রি করছে। সরকারি আইন না মেনে যে দোকান গড়ে উঠেছে তার বিরুদ্ধে মহিলারাও প্রতিবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রশাসন বার বার দোকানগুলো বন্ধের জন্য বলছে। কিন্তু বছরের পর বছর ধরে কিছু করা হয়নি। এক সপ্তাহের মধ্যে মদের দোকানগুলো বন্ধের জন্য উমা ভারতী জানিয়েছেন। প্রসঙ্গত বিজেপি শাসিত রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করার জন্য তিনি গত বছরেও দাবি তুলেছিলেন।

English summary
bjp veteran leader uma bharati hurls stone at a liquor store in bhopal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X