For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে সরকার গঠনে মরিয়া বিজেপি, আইনি পথে যাওয়ার ভাবনা ফড়নবীশদের

মহারাষ্ট্রে সরকার গঠনে মরিয়া বিজেপি, আইনি পথে যাওয়ার ভাবনা ফড়নবীশদের

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে সরকার গড়তে মরিয়া বিজেপি। বৃহস্পতিবার মহারাষ্ট্র বিজেপির প্রতিনিধিদল দেখা করে রাজ্যপালের সঙ্গে। রাজ্যপালকে তাঁরা জানিয়েছেন, সরকার গঠনে আগ্রহী তাঁরা। আগামিকাল মধ্যরাতের মধ্যে সমস্যা না মিটলে আইনি পথের সাহায্য নেবেন বলে জানিয়েছে তাঁরা।

মহারাষ্ট্রে সরকার গঠনে মরিয়া বিজেপি, আইনি পথে যাওয়ার ভাবনা ফড়নবীশদের

আরও জটিল হচ্ছে মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া। শিবসেনা এবং বিজেপির মধ্যে বাড়ছে জটিলতা। বৃহস্পতিবার বিজেপির প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের ইচ্ছে প্রকাশ করেছে। তাঁরা জানিয়েছেন শুক্রবার মধ্যরাতের মধ্যে মীমাংসা না হলে তারা আইনি সাহায্য নেবেন। বিজেপির প্রতিনিধি দলেন নেতৃত্বে ছিলেন চন্দ্রকান্ত পাটিল। এদিকে বিজেপির রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরেই শিবসেনা তাঁর সব বিধায়কদের বান্দ্রার একটি হোটেলে আসার নির্দেশ দিয়েছে। শিবসেনার এই পদক্ষেপ থেকেই স্পষ্ট হচ্ছে মহারাষ্ট্রে সরকার গঠনে ঘোড়া কেনাবচার আশঙ্কা করছে তারা। আগেও একাধিক রাজ্যে সরকার গঠনে এই নীতিকেই কাজে লাগিয়েছে বিজেপি। যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বৃহস্পতিবার রীতিমত হুঙ্কার দিয়ে বলেছেন, কোনও রাজনৈতিক দলের ক্ষমতা নেই শিবসেনার বিধায়কদের ভাঙানোর।

ফলাফল প্রকাশের ২ সপ্তাহ পরেওন সরকার গঠন নিয়ে ধোঁয়াশা কাটছে না মহারাষ্ট্রে। বিজেপি শিবসেনা জোট সরকার গঠনের অবস্থানে থাকলেও নিজেদের মধ্যে প্রবল মতবিরোধে জড়িয়ে পড়েছে। সরকার গঠনে বিজেপিকে সমর্থন করার প্রশ্নে অর্ধেক মন্ত্রিত্ব দাবি করেছে শিবসেনা। প্রথমে মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছিল তারা। সেটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিলেও মন্ত্রীত্ব নিয়ে এখনও কোনও সমাধান সূত্র বেরোয়নি।

গোটা দেশের মোট পুলিশ কর্মীদের মধ্যে মাত্র ৭ শতাংশ মহিলাগোটা দেশের মোট পুলিশ কর্মীদের মধ্যে মাত্র ৭ শতাংশ মহিলা

এদিকে এনসিপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠনের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে শিবসেনার। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার সরাসরি জানিয়ে দিয়েছেন এনডিএ শরিকের সঙ্গে হাত মেলাতে নারাজ তাঁরা। এনসিপির শরিক কংগ্রেসও তাতে মত দেয়নি। সোনিয়া গান্ধী নিজে এই সমঝোতার ঘোর বিরোধী ছিলেন।

শোভনকে নিয়ে কোনপথে সিদ্ধান্ত তৃণমূলে! গরহাজির 'কানন' ফের জল্পনা জিইয়ে রাখলেনশোভনকে নিয়ে কোনপথে সিদ্ধান্ত তৃণমূলে! গরহাজির 'কানন' ফের জল্পনা জিইয়ে রাখলেন

English summary
BJP veered to the legal options if the impasse does not end by midnight tomorrow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X