For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি পুলিশকে ব্যবহার করছে বিজেপি! শাহিনবাগ গুলিচালনার ঘটনায় পাল্টা তোপ কেজরিওয়ালের

Google Oneindia Bengali News

শাহিনবাগে গুলি চালানোর ঘটনার ধৃত কপিল গুজ্জরের আম আদমি পার্টির যোগের কথা প্রকাশ করে দিল্লি পুলিশ। মঙ্গলবার ছবি প্রকাশ করে দিল্লি পুলিশ দাবি করেছিল, ২০১৯-এর শুরুর দিকে কপিল গুজ্জর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন। এবার এই নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লি পুলিশকে ষড়যন্ত্রে সামিল করেছে অমিত শাহ

দিল্লি পুলিশকে ষড়যন্ত্রে সামিল করেছে অমিত শাহ

বিজেপিকে তোপ দেগে কেজরিওয়াল অভিযোগ করেন, 'দিল্লি পুলিশকে নিজেদের ষড়যন্ত্রে সামিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনাদের কি মনে হয় যে আমরা এ জাতীয় গুলি চালানোর মতো ঘটনায় মদত দেওয়ার ক্ষমতা রাখি? ওঁর পরিবারও বলেছে যে আপের সঙ্গে ওঁদের কোনও সম্পর্ক নেই। এরকম হলে তো যে কেউ নির্বাচনের আগে পুলিশকে ব্যবহার করতে পারবেন।'

'আম আদমি পার্টির সঙ্গে কপিল গুজ্জরের কোনও রকম যোগ নেই'

'আম আদমি পার্টির সঙ্গে কপিল গুজ্জরের কোনও রকম যোগ নেই'

পাশাপাশি শাহিনবাগ গুলি কাণ্ডে অভিযুক্ত কপিল গুজ্জরের পরিবারের তরফেও আম আদমি পার্টির সঙ্গে তাঁদের কোনও রকম যোগ নেই বলে সাফ জানানো হয়েছে। সেই উদাহরণও তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন অরবিন্দ কেজরিওয়াল। কপিল গুজ্জরের বাবা বলেন, 'আপের সঙ্গে আমার বা আমার পরিবারের কোনও সম্পর্ক নেই। লোকসভা নির্বাচনের সময় (গত বছর) ওঁরা প্রচারে এসেছিলেন এবংসেই সময়েই ওঁরা আমাদের সবাইকে আপের টুপি পরিয়ে দেন এবং এই ছবিটা সেই সময়েরই ছবি।'

শাহিনবাগকে রাজনৈতিক ইস্যু বানিয়ে নির্বাচনের লড়াই

শাহিনবাগকে রাজনৈতিক ইস্যু বানিয়ে নির্বাচনের লড়াই

এর আগেও শাহিনবাগকে রাজনৈতিক ইস্যু বানিয়ে দিল্লি নির্বাচন লড়ার পরিকল্পনা করছেন বলে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কেজরিওয়াল। পাশাাপাশি তিনি অভিযোগ করেন, শাহিনবাগ বিক্ষোভকে ইচ্ছাকৃত ভাবে বাঁচিয়ে রেখেছেন অমিত শাহ। শাহকে তোপ দেগে তিনি প্রশ্ন করেন, 'উনি এত শক্তিশালী ও প্রভাবশালী মানুষ। তাহলে একটা রাস্তা কী করে খুলতে পারছেন না তিনি?'

'ইচ্ছাকৃতভাবে শাহিনবাগের বিক্ষোভকে আস্কারা দিচ্ছে বিজেপি'

'ইচ্ছাকৃতভাবে শাহিনবাগের বিক্ষোভকে আস্কারা দিচ্ছে বিজেপি'

ইচ্ছাকৃতভাবে শাহিনবাগের বিক্ষোভকে আস্কারা দিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল। তাঁর মতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার চাইলেই শাহিনবাগের বিক্ষোভ বন্ধ করতে পারতো, কিন্তু ইচ্ছাকৃতভাবেই তা করেনি তাঁরা, অভিযোগ দিল্লি মুখ্যমন্ত্রীর। আসলে ক্ষমতাসীন বিজেপি ইস্যুটির সমাধান করতে চায় না, সাফ জানান আম আদমি পার্টির প্রধান।

শাহিনবাগ নিয়ে কংগ্রেস ও আপ-কে আক্রমণ

শাহিনবাগ নিয়ে কংগ্রেস ও আপ-কে আক্রমণ

এদিকে সোমবার দিল্লি নির্বাচনের প্রচারে নেমে এক জনসভা থেকে শাহিনবাগ নিয়ে কংগ্রেস ও আপ-কে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'সিএএর নামে বিক্ষোভ রাজনৈতিক এক্সপেরিমেন্ট। আজ প্রধানমন্ত্রী বিরোধীদের তোপ দেগে বলেন, 'তারা (বিরোধী) একই ব্যক্তি যারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর নিন্দা করেছিলেন। দিল্লির নাগরিকরা কি এই জাতীয় লোককে ক্ষমতায় চান? এই লোকেরা ভারতকে টুকরো টুকরো করতে চায়, তাদের বাঁচাচ্ছেন। জামিয়া ও শাহিনবাগ সহ এই সমস্ত প্রতিবাদের পেছনে একটি রাজনৈতিক নকশা রয়েছে।'

English summary
bjp using delhi police in shaheen bagh firing case alleges arvind kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X