For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের রোড শো-তে হামলা নিয়ে কমিশনে বিজেপি! মমতার বিরুদ্ধে 'কড়া' ব্যবস্থার দাবি

শেষ পর্যায়ের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এই দাবি তুলল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যায়ের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। দিল্লিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এই দাবি তুলল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিয়েছে বলেও দাবি করেছে বিজেপি।

অমিত শাহের রোড শো-তে হামলা নিয়ে কমিশনে বিজেপি! মমতার বিরুদ্ধে এই ব্যবস্থার দাবি

কলকাতায় দলের সভাপতি অমিত শাহের রোড শো-এর পরেই বিজেপি-তৃণমূলের সংঘর্ষ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে নির্মবা সীতারমনের নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। ওই দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নাকভি, অনিল বালুনি, জিভিএল নরসীমা রাও।

নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর নাকভি সংবাদমাধ্যমকে জানান, দলের তরফে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে, সংঘর্ষের সঙ্গে যাঁরা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করতে। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ফ্লাগমার্চের দাবিও করা হয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যাতে তাঁর সমর্থকদের উস্কানি দিতে না পারেন, তার জন্য শেষ দফার নির্বাচনের আগে তাঁর প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে।

মঙ্গলবার অমিত শাহের রোড শো শেষ হওয়ার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুষ্কৃতীরা কনভয়ের দিকে ইট ও লাঠি ছোঁড়ে বলে অভিযোগ। অমিত শাহের রোড শো চলাকালীন তৃণমূল সমর্থকরা কালো পতাকা দেখানোর পাশাপাশি বিজেপি বিরোধী স্লোগান দেয় বলে অভিযোগ। এই সময় ক্ষিপ্ত বিজেপি সমর্থকরা পাল্টা জবাব দেয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে দুপক্ষের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে আগুন জ্বলতে দেখা যায়। বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

English summary
BJP urges EC to bar CM Mamata Banerjee from campaining due to clashes after Amit Shah's road show
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X