For Quick Alerts
For Daily Alerts

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা কেশব প্রসাদ মৌর্য অসুস্থ হয়ে ভর্তি হাসপাতালে
লখনৌ, ১৬ মার্চ : আচমকা অসুস্থ হয়ে পড়লেন উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি কেশব প্রসাদ মৌর্য। দিল্লির আরএমএল হাসপাতালের আইসিইউতে তিনি ভর্তি।
সূত্রের খবর, শরীর রক্তের চাপ বেড়ে যাওয়ার কারণেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। সেই কারণেই সময় নষ্ট না করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইসিইউ-তে প্রবীন চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

উত্তরপ্রদেশের বিজেপির বিশাল জয়ের অন্যতম ফ্যাক্টর হিসাবে ধরা হচ্ছে কেশব প্রসাদের অক্লান্ত পরিশ্রম। এমনকী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। এই অবস্থায় তাঁর আচমকা শারীরিক অসুস্থতা কেশব অনুগামীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
Comments
keshav prasad maurya bjp hospital health blood pressure new delhi uttar pradesh কেশব প্রসাদ মৌর্য বিজেপি হাসপাতাল স্বাস্থ্য রক্তচাপ নয়াদিল্লি উত্তরপ্রদেশ
English summary
BJP UP state unit president Keshav Prasad Maurya admitted to ICU
Story first published: Thursday, March 16, 2017, 16:29 [IST]