For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝাড়খণ্ডে সরকার গড়ছে বিজেপি, কাশ্মীরও সুবাসিত পদ্মে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

রাঁচি ও শ্রীনগর, ২৩ ডিসেম্বর: সেই নরেন্দ্র মোদী। সেই গেরুয়া-ঝড়। এই প্রথম ঝাড়খণ্ডে একক শক্তিতে সরকার গড়তে চলেছে বিজেপি। আর সবাইকে চমকে দিয়ে কাশ্মীরেও ম্যাজিক দেখিয়েছে তারা। ঝাড়খণ্ডে বিজেপি ছুঁয়ে ফেলেছে ম্যাজিক ফিগার। আর জম্মু-কাশ্মীরে পিডিপি-র সঙ্গে জোট বাঁধলে সরকার গড়তে সক্ষম হবে বিজেপি।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সরকার গড়তে দরকার ৪১টি আসন। বিজেপি জিতেছে ৪১টি আসনে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ১৯টি আসনে, কংগ্রেস জোট ৭টি আসনে, জেভিএম ৮টি আসনে এবং অন্যান্যরা ৬টি আসনে জয়ী হয়েছে। তবে খারাপ খবর একটাই। তা হল, বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অর্জুন মুন্ডা পরাজিত হয়েছেন।

ককক

অন্যদিকে, জম্মু-কাশ্মীরেও মোদী-হাওয়া। ২০০৮ সালের বিধানসভা ভোটে ১১টি আসন জিতেছিল বিজেপি। তাদের জয় হিন্দুপ্রধান জম্মুতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এ বার জম্মুর সীমা পেরিয়ে মুসলিমপ্রধান কাশ্মীর উপত্যকাতেও ঢুকে পড়েছে বিজেপি। ৮৭ আসনবিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় সরকার গড়তে দরকার ৪৪টি আসন। বিজেপি ২৫টি আসনে জিতেছে। বিরোধী দল পিডিপি জিতেছে ৩০টি আসনে। কংগ্রেস ১১টি এবং অন্যান্যরা ৮টি আসনে জিতেছে। যে ন্যাশনাল কনফারেন্স এখন সরকারে রয়েছে, তারা ১৫টি আসনে জিতেছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোনেওয়ার আসন থেকে পরাজিত হয়েছেন। পিডিপি ও বিজেপি পরস্পরের সঙ্গে আলোচনা শুরু করেছে। সম্ভবত বিজেপির সমর্থন নিয়ে ক্ষমতায় বসতে চলেছে পিডিপি। সেক্ষেত্রে মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রী হবেন বলে খবর।

দুই রাজ্যে সাফল্যের পর সাংবাদিক বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, "নরেন্দ্র মোদীই উইনিং ফ্যাক্টর। ছ'মাস ধরে যে উন্নয়নমূলক কাজ করছেন তিনি, তার ফল হল আজকের জয়। আগামীদিনেও আমাদের এই সাফল্য অব্যাহত থাকবে বলে আশা করছি।"

English summary
BJP to sweep in Jharkhand, JK also witnessing saffron wave
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X