For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব ইস্যুতে এবার বিজেপির তুরুপের তাস 'টোল ফ্রি নম্বর'! কোন ছকে এগোচ্ছে মোদী-শাহ শিবির

নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে জনসমর্থন আদায় করতে আগামী ৫ জানুয়ারি থেকেই দেশব্যাপী অভিযানে নামতে চলেছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে জনসমর্থন আদায় করতে আগামী ৫ জানুয়ারি থেকেই দেশব্যাপী অভিযানে নামতে চলেছে বিজেপি। দেশের প্রায় ৩ কোটি পরিবারের কাছে গিয়ে বিজেপি নেতা কর্মীরা যাতে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রে অবস্থান স্পষ্ট করতে পারেন , সেই চেষ্টাকেই আপাতত লক্ষ্য হিসাবে স্থির করা হয়েছে। এদিকে, মনে করা হচ্ছে, এই অভিযানে বিজেপির তুরুপের তাস হতে পারে একটি 'টোল ফ্রি নম্বর'।

'টোল ফ্রি' নম্বর ঘিরে কোন উদ্য়োগ

'টোল ফ্রি' নম্বর ঘিরে কোন উদ্য়োগ

বিজেপি এবার টোল ফ্রি ফোন নম্বরের মাধ্যমে সমর্থকদের নিয়োগের পথে হাঁটতে চাইছে। নাগরিকত্ব ইস্যুতে আগামী ৫ জানুয়ারি থেকে জন সচেতনতা অভিযান চালু করছে বিজেপি। তার আগে, নাগরিকত্ব ইস্যুতে যাতে জনতা সরকারের সঙ্গে থাকে , সেই উদ্দেশে চালু হল বিজেপির টোল ফ্রি নম্বর।

 ১০ দিনের অভিযান বিজেপির

১০ দিনের অভিযান বিজেপির

আগামী ৫ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিজেপির এই জনসচেতনতা শিবির। যার মধ্যে অংশ নিতে চলেছেন বিজেপির তাবড় নেতারা। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী তো থাকছেনই এই অভিযানে , আঞ্চলিকস্তরের অভিযানেও থাকছেন বিজেপির রাজ্যস্তরের প্রথম সারির নেতারা।

বিজেপির সঙ্গে থাকছে কারা?

বিজেপির সঙ্গে থাকছে কারা?

এই অভিযানে বিজেপির সঙ্গে থাকছে RSS। আর তার জেরে বিজেপির দেশব্যাপী এই আন্দোলন জোরদার হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এই অভিযানে সমস্ত রাজ্যসভাপতিদের নাগরিকত্ব ইস্যুতে সচেতন থাকবার কথা বলা হয়েছে। প্রয়োজনে মানুষের মনের ভুল ভাঙাতেও এমন রাজ্যসভাপতিদের ময়দানে নামতে হবে বলে বিজেপি হেডকোয়ার্টার জানিয়ে দিয়েছে।

সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন দেশের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন, শিলিগুড়িতে হুঙ্কার মমতাসিএএ, এনআরসি বিরোধী আন্দোলন দেশের দ্বিতীয় স্বাধীনতার আন্দোলন, শিলিগুড়িতে হুঙ্কার মমতা

English summary
BJP to launch toll-free number to garner support for Citizenship Act.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X