For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসমে কড়া চ্যালেঞ্জের সামনে বিজেপি, ভোটের মুখে নিজের হাতে ব্যাটন তুলে নিলেন প্রিয়াঙ্কা গান্ধী

Google Oneindia Bengali News

ভোটের মুখে চা-শ্রমিকদের উদ্বেগ, আশঙ্কা, ও তাঁদের আশা-আকাঙ্ক্ষা 'বুঝতে' দু-দিনের অসম সফর শেষে চা-বাগান ঘুরে দেখলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। অসমের ভদ্রা বিশ্বনাথ ও সদগুরু চা এস্টেটে গিয়ে চা বাগানের কর্মীদের সঙ্গে ঘরের মেয়ের মতো সময় কাটালেন তিনি। শুধু তা-ই নয়, তুলে নিলেন একটি ঝুড়ি, তুললেন চা পাতা।

চা বাগানে প্রিয়াঙ্কা গান্ধী

চা বাগানে প্রিয়াঙ্কা গান্ধী

'চা-বাগানের শ্রমিকদের জীবন সত্য ও সরলতায় পরিপূর্ণ এবং তাঁদের শ্রম দেশের জন্য মূল্যবান । আজ তাঁদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তা কখনও ভুলতে পারব না।' একটি টুইট বার্তায় জানান প্রিয়াঙ্কা। বেশ কয়েকজন কংগ্রেস কর্মী-সমর্থকও চা-শ্রমিকদের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী বঢরার উষ্ণ আলাপচারিতার মুহূর্তের একাধিক ছবি শেয়ার করেছেন নেটদুনিয়ায়।

প্রচারের ব্যাটন নিজের হাতে তুলে নিলেন প্রিয়াঙ্কা

প্রচারের ব্যাটন নিজের হাতে তুলে নিলেন প্রিয়াঙ্কা

সামনেই অসমে বিধনসভা নির্বাচন৷ ভোটের প্রচারে সেখানে গিয়েছেন প্রিয়াঙ্কা৷ কিন্তু সেখানে যেন চিরাচরিত নেত্রী থেকে বেরিয়ে এসে হয়ে উঠলেন ঘরের মেয়ে৷ কোথাও যেন ঠাকুমা ইন্দিরা গান্ধী ঝলসে উঠল তাঁর মধ্যে৷ চা শ্রমিকরাও খুশি প্রিয়াঙ্কাকে পেয়ে৷ সংস্কৃতি অনুযায়ী গামছা দিয়ে বরণ করে নিলেন তাঁকে৷

ঘরের মেয়ে হয়ে উঠলেন প্রিয়াঙ্কা

ঘরের মেয়ে হয়ে উঠলেন প্রিয়াঙ্কা

এদিকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই প্রিয়াঙ্কা সশরীরে হাজির অসমের চা-বাগানে। তবে কংগ্রেসের ধ্বজা উড়িয়ে নয়। একেবারে তাঁদের একজন হয়ে। তেজপুরে স্থানীয় চা-শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজও সারেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। একদিকে, যখন কেরলে মৎস্যজীবীদের সঙ্গে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন ভাই রাহুল। দিদি প্রিয়াঙ্কা তখন হাজির অসমে। কংগ্রেস নেত্রী থেকে বেরিয়ে এসে ঝুমুর নাচের পর চা বাগানে পাতা তোলা শিখলেন ঘরের মেয়ে প্রিয়াঙ্কা।

English summary
BJP to face challenge from Priyanka Gandhi in Assam, as Congress leader visit stirs state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X