For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় অশোক গঙ্গোপাধ্যায়ের অপসারণ ইস্যুতে সবর বিজেপি-তৃণমূল

Google Oneindia Bengali News

লোকসভায় অশোক গঙ্গোপাধ্যায়ের অপসারণ ইস্যুতে সবর বিজেপি-তৃণমূল
নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর : যৌন হয়রানি কাণ্ডে অভিযুক্ত বিচারপতি তথা পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনরে চেয়ারম্যান অশোককুমার গঙ্গোপাধ্যায়কে নিয়ে এবার সরগরম হল লোকসভা। অশোকবাবুর অপসারণের দাবীতে আজ লোকসভায় বক্তব্য রাখেন বিরোধী দলের নেত্রী সুষমা স্বরাজ।

সোমবার সকালে বিজেপিনেত্রী সুষমা স্বরাজ টুইট করে জানান, প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের অপসারণ ইস্যুটি লোকসভায় তোলার জন্য প্রশ্নোত্তর পর্বের মুলতুবি চেয়ে ইতিমধ্যেই নোটিশ দিয়েছি। এদিন বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, আজকাল বিভিন্ন ক্ষেত্রের উচ্চপদাধিকার ব্যক্তিদের বিরুদ্ধে যৌন হয়রানি, ধর্ষণের অভিযোগ উঠছে। এমনকী তার সত্যতা প্রমাণও হচ্ছে। অথচ নির্ভয়া ধর্ষণ কাণ্ডের পর আইনকে শক্ত করা হলেও পার পেয়ে যাচ্ছেন উচ্চপদাধিকার ক্ষমতাশালী মানুষেরা।

পদ যত উচু হবে। তার অপরাধও তত বেশি বলে মন্তব্য করেন সুষমা। যখন অশোক গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠল তখনই তার পদত্যাগ করা উচিত ছিল। কিন্ত তিনি তা করেননি। সুপ্রিম কোর্টের তরফে তাঁর যৌন ইঙ্গিতপূর্ণ আচরণের জন্য প্রমাণ পাওয়ার পরও তিনি ঢিট হয়ে পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসে আছেন। ওনাকে এখুনি সরিয়ে দেওয়া উচিত।

একইসঙ্গে এদিন সুষমা স্বরাজ বলেন, উচ্চপদাধিকার ব্যক্তিদের বিরুদ্ধে যদি কড়া ব্যবস্থা নেওয়া হয় তবে সাধারণ মানুষও বুঝতে পারবে বড় পদের ব্যক্তি যদি বাঁচতে না পেরন তাহলে কারও পক্ষেই এধরণের অন্যায় করে বাঁচা সম্ভব হবে না। একমাত্র এই পথেই এই ধরণের অপরাধ কমানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসর সুদীপ বন্দ্যোপাধ্যায়ও একই দাবী তোলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছে এই একই দাবীতে দু'বার চিঠি লিখেছেন। তিনি চিঠিতে জানিয়েছেন অভিযুক্ত বিচারপতিকে বরখাস্ত করার দাবী জানিয়েছেন।

English summary
Loksabha : BJP-TMC protest against issue of removal of justice ganguli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X