For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বারাণসীতে জনতাকে ভয় দেখাচ্ছে বিজেপি, অভিযোগ কেজরিওয়ালের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কেজরিওয়াল
বারাণসী, ২৯ এপ্রিল: কিছুদিন চুপচাপ থাকার পর ফের আসরে অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বললেন, ভোটারদের ভয় দেখাচ্ছে বিজেপি। তাই সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করুক নির্বাচন কমিশন।

তিনি বলেন, "আগে শুধু আমি মার খেয়েছিলাম। এখন সাধারণ লোককেও ধরে পেটাচ্ছে বিজেপি-র গুন্ডারা। এখানে আম আদমিকে নিরাপত্তা দিক নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক।"

হঠাৎ কেন মনে হল সাধারণ মানুষ নিরাপত্তা পাচ্ছেন না? আম আদমি পার্টি বলছে, গতকাল এখানে গঙ্গার ঘাটে তাদের কিছু কর্মীকে বেধড়ক পেটানো হয়েছে। দুর্বৃত্তরা মদ্যপ অবস্থা ছিল।

কিন্তু কী করে বুঝলেন ওরা বিজেপি-র লোক? এই প্রশ্নের জবাব দেননি অরবিন্দ কেজরিওয়াল। তাই ওয়াকিবহাল মহলের প্রশ্ন, ওরা কংগ্রেসের লোক হতে পারে কিংবা রাজ্যের শাসক দল সমাজবাদী পার্টিরও গুন্ডা হতে পারে। আবার সাধারণ গুন্ডা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মারামারি কারণ যে রাজনীতিক, এমনটাও না হতে পারে। ব্যাখ্যা না দিলেও অরবিন্দ কেজরিওয়ালের সেই এক গোঁ, বিজেপি-ই মেরেছে।

তিনি আরও বলেন, "কংগ্রেস এবং বিজেপি বোঝাপড়া করেছে। যদি বিজেপি ক্ষমতায় আসে তা হলে রবার্ট ভদরাকে গ্রেফতার করবে না। আর কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে গুজরাতে নরেন্দ্র মোদীর সরকার যে মহিলাদের ওপর নজরদারি করছিল, তা নিয়ে চুপ থাকবে।"

কী বুঝছেন বারাণসীর হাওয়া? অরবিন্দ কেজরিওয়ালের জবাব, মানুষ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তা হলে তিনিই জিতবেন। যদিও হারজিতকে তিনি 'প্রেস্টিজ ইস্যু' করেননি। দেশকে বাঁচাতে হবে, বিবেকের এই আকুতি থেকে এসেছেন নির্বাচনে লড়তে। বিজেপি-র স্থানীয় নেতাদের অবশ্য প্রতিক্রিয়া, বারাণসীতে সাড়াই পাচ্ছেন না কেজরিওয়াল। বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হচ্ছে, তিনি কে, কী করেন! এই যদি অবস্থা হয়, তা হলে অরবিন্দ কেজরিওয়াল জিতবেন না বলেই দাবি বিজেপি-র। বরং রেকর্ড ভোটে জিতে সংসদে যাবেন নরেন্দ্র মোদী।

English summary
BJP terrorising common people, alleges Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X