For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজর মমতার বাংলায়! ত্রিপুরার সাফল্যে তৃণমূলকে ধরাশায়ী করতে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

ত্রিপুরায় রেকর্ড জয় হাসিল করার পর উচ্ছ্বসিত বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানালেন, তাঁদের দলের পরবর্তী টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এছাড়া কেরলকেও তাঁরা টার্গেট করছে।

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে ভর করে একের পর এক রাজ্যে শাসন কায়েম করার পর এবার বিজেপির নজরে বাংলা। শনিবার ত্রিপুরায় রেকর্ড জয় হাসিল করার পর উচ্ছ্বসিত বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানালেন, তাঁদের দলের পরবর্তী টার্গেট মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। এছাড়া কেরলকেও তাঁরা এখন থেকে টার্গেট করছে।

নজর মমতার বাংলায়! ত্রিপুরার সাফল্যে তৃণমূলকে ধরাশায়ী করতে ঘুঁটি সাজাচ্ছে বিজেপি

বিজেপি কংগ্রেস মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখছে। ২০১৪ সালে বিজেপি দিল্লির কুর্সি দখল করার পরই কংগ্রেসকে অপ্রাসঙ্গিক করার পণ নিয়েছিল। সেইমতোই এক একটা রাজ্যকে টার্গেট করছে বিজেপি। আর প্রতিটি লক্ষ্যভেদেই তাঁরা সফল। এখন উত্তর-পূর্ব ভারতে নজর দিয়েছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি।

সেই লক্ষ্যে সিংহভাগ রাজ্য এখন বিজেপির দখলে। যে ত্রিপুরা রাজ্যে একটি কাউন্সিলরও ছিল না পার্টির সেই রাজ্যেই এবার ক্ষমতা দখল করে নিল বিজেপি। আর এই আত্মবিশ্বাসকে পাথেয় করেই প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গকে টার্গেট করছে বিজেপি। অমিত শাহ সাংবাদিক সম্মেলনে জানান, বাংলায় আসন্ন পঞ্চায়েত ভোটকেই তাঁরা পাখির চোখ করছেন।

গ্রামের এই ভোট থেকেই বিজেপি বার্তা দিতে চাইছেন, এবার তাঁরা পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে উদগ্রীব। তার পাশাপাশি আর এক বাম রাজ্য কেরলকেও টার্গেট করছে বিজেপি। এবং বিজেপি উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলি থেকে পাওয়া আত্মবিশ্বাস আসন্ন কর্নাটক, রাজস্থান ও মধ্যপ্রদেশ ভোটে কাজে লাগাতে চাইছেন অমিত শাহরা।

উল্লেখ্য, রাজস্থান ও মধ্যপ্রদেশে সাম্প্রতিককালের উপনির্বাচনে বিজেপি পরাজয় ঘটেছে। রাজস্থানে ক্ষমতার অলিন্দে থেকেও ভোট হারতে হয়েছে। হারতে হয়েছে পাঞ্জাবেও। সেই কারণেই উত্তর-পূর্বের ভোটের এই সাফল্যকে অমিত শাহরা প্রচার করতে চাইছেন ওইসব রাজ্যগুলিতে।

English summary
BJP targets West Bengal after winning in Tripura assembly election. Amit Shah says BJP’s goal to remove Mamata Banerjee from Bengal’s power,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X