For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ কোটি টাকায় ছবি কিনেছিলেন ইয়েস ব্যাঙ্ক কর্ণধার, প্রিয়াঙ্কাকে নিশানা বিজেপির

দেশে যখন ইয়েস ব্যাংক সঙ্কট তীব্র, তখন কেন্দ্রের শাসক দল বিজেপি তাক করল গান্ধী পরিবারের দিকে। গান্ধী পরিবারের সঙ্গে ইয়েস ব্যাঙ্ক কর্তার যোগ স্থাপনের চেষ্টায় নামল বিজেপি।

Google Oneindia Bengali News

দেশে যখন ইয়েস ব্যাংক সঙ্কট তীব্র, তখন কেন্দ্রের শাসক দল বিজেপি তাক করল গান্ধী পরিবারের দিকে। গান্ধী পরিবারের সঙ্গে ইয়েস ব্যাঙ্ক কর্তার যোগ স্থাপনের চেষ্টায় নামল বিজেপি। এবার বিজেপি নিশানা করল প্রিয়াঙ্কা গান্ধীর দিকে। অভিযোগ, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দু'কোটি টাকার বিনিময়ে একটি ছবি বিক্রি করেছিলেন ইয়েস ব্যাঙ্ক কর্ণধারের কাছে।

প্রিয়াঙ্কার কাছ থেকে ২ কোটি টাকায় ছবি কিনেছিলেন রানা কাপুর

বিজেপির তথ্য ও প্রযুক্তি শাখার ইনচার্জ অমিত মালব্য অভিযোগ করেছেন, ইয়েস ব্যাঙ্কের আর্থিক সঙ্কট তীব্র হওয়ার পিছনে গভীর সংযোগ রয়েছে গান্ধীদের। তিনি টুইট করে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। অভিযোগ, প্রিয়াঙ্কা গান্ধী তাঁর বাবা রাজীব গান্ধীর এমএফ হুসেনের পেইন্টিং ২ কোটি টাকায় বিক্রি করেছিলেন ইয়েস ব্যাঙ্ক কর্ণধার রানা কাপুরের কাছে।

মালব্য টুইট করেছেন, "ভারতের প্রতিটি আর্থিক অপরাধের গান্ধীদের সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে। এই আর্থিক জটিলতাতেও গান্ধী পরিবার নিষ্কলঙ্ক নয়। রানা কাপুরের কাছে ২ কোটি টাকায় ছবি বিক্রি করে প্রিয়াঙ্কা সেই দুর্নীতি করেছেন বলে অভিযোগ বিজেপির।

এই অভিযোগকে উড়িয়ে কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, এটি বিজেপির তথা কেন্দ্রের সরকারের একটি কৌশল ছাড়া আর কিছু নয়। ওরা সব কিছুতেই গান্ধী পরিবার দেখতে পান। সরকার যে অর্থনীতি সামলাতে একেবারেই ব্যর্থ তা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তারপরও কুৎসা কমাচ্ছে না বিজেপি।

তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের মার্চ মাসে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন। তখন ব্যাঙ্কের ঋণ খাতে খরচ হয়েছিল ৫৫,৬৩৩ কোটি টাকা। সেই টাকা কী করে পাঁচ-ছ-বছরেই অর্থাৎ ২০১৯ সালের মার্চে ২,৪৪,৪৯৯ কোটি টাকায় পরিণত হল, তার কি ব্যাখ্যা দেবে সরকার।

কংগ্রেসের মুখপাত্র রণদীণ সিং সুরজেওয়ালাও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ওঠা অভিযোগ খণ্ডন করে বলেন, ইয়েস ব্যাঙ্কের চলমান সংকটের সঙ্গে পেইন্টিং বিক্রয়ের কোনও সংযোগ নেই। হুসেনজির আঁকা রাজীবজির একটি চিত্রকর্ম দশ বছর আগে প্রিয়াঙ্কাজি ইয়েস ব্যাঙ্কের মালিক রানা কাপুরকে বিক্রি করেছিলেন। তার ট্যাক্স রিটার্নসও প্রকাশ করেছিলেন তিনি। তারপরও বিজেপি পরিকল্পিত কুৎসা রটাচ্ছে।

English summary
BJP targets Priyanka Gandhi in link with Yes Bank supremo Rana kapoor. Priyanaka allegedly sold a picture to Rana kapur by rupees 2 crore.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X