For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তোমাদের জন্মের আগের থেকে আমরা হিন্দুত্ববাদী ছিলাম', বিজেপিকে তোপ শিবসেনার

নতুন করে ফের বিজেপি-কে আক্রমণ শিবসেনার। মাধ্যম শিবসেনার মুখপত্র সামনা। সামনা প্রকাশিত একটি সম্পাদকীয়তে মঙ্লবার বিজেপিকে খৌঁচা দিয়ে লেখা হয়, "যখন হিন্দুত্ববাদকে কেউ ছুঁত না, ষখন তোমাদের (বিজেপি নেতা)

Google Oneindia Bengali News

নতুন করে ফের বিজেপি-কে আক্রমণ শানাল শিবসেনা। মাধ্যম শিবসেনার মুখপত্র সামনা। সামনা প্রকাশিত একটি সম্পাদকীয়তে মঙ্লবার বিজেপিকে খৌঁচা দিয়ে লেখা হয়, "যখন হিন্দুত্ববাদকে কেউ ছুঁত না, ষখন তোমাদের (বিজেপি নেতা) অনেকের জন্মও হয়নি, তবে থেকে আমরা হিন্দুত্ববাদী রাজনীতি করছি।"

'জোটধর্ম মানেনি বিজেপি'

'জোটধর্ম মানেনি বিজেপি'

পাশাপাশি জোটধর্মের পাঠ দিয়ে বিজেপির উদ্দেশ্যে সামনাতে প্রশ্ন করা হয়, "যদি বিজেপির মনে হয়েছিল যে আমরা এনডিএ পরিপন্থি কাজ করছি তাহলে এনডিএ বৈঠকে সাহসের সঙ্গে সেই কথাটা তারা আমাদের মুখএর উপর বলত। বিজেপি কী নিজে জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতি বা বিহারে নীতিশ কুমারের সঙ্গে জোট করার আগে এনডিএ-র অনুমতি নিয়েছিল?"

শিবসেনাকে এনডিএ থএকে ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপি

শিবসেনাকে এনডিএ থএকে ছুঁড়ে ফেলে দিয়েছে বিজেপি

এদিকে এনডিএ থেকে শিবসেনাকে বিজেপি বের করে দিয়েছে বলেও অভিযোগ করা হয় সেই সম্পাদকীয়তে। সেখআনে লেখা হয়, "যখন সবাই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ছিল, তখন বালাসাহেব ঠাকরে মোদীর পাশে দাঁড়িয়েছিলেন। আর বালাসাহেবের মৃত্যুবার্ষিকীতে তারা শিবসেনাকে এনডিএ থএকে ছুঁড়ে ফেলে দিল?"

সেনা কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ফড়নবিশ

সেনা কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ফড়নবিশ

জোট ভেঙে গিয়েছে। ৩০ বছরের শরিকি সম্পর্কে ছেদের জেরে সংসদে বিরোধী আসনে বসতে চলেছে শিবসেনা। এমন পরিস্থিতিতেও সেনা প্রতিষ্ঠাতাকে সম্মান জানাতে পৌঁছে যান মহারাষ্ট্রের বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। শিবাজিপার্ক থেকে বেরিয়ে আসার সময় শিবসেনা কর্মীদের স্লোগানে বিদ্ধ হন ফড়নবিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন শিবাজি পার্ক থেকে বেরিয়ে আসছেন সেই সময় তাঁর উদ্দেশ্যে শিবসেনা কর্মীরা মারাঠিতে স্লেগান দিয়ে বলতে থাকেন, "সরকার কার? শিবসেনার।"

একসঙ্গে লড়েও সরকার গঠন করা হল না

একসঙ্গে লড়েও সরকার গঠন করা হল না

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৫টি আসন, শিবসেনার ঝুলিতে এসেছে ৫৬টি আসন। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ১৪৫টি আসন। দুই দলের সম্মিলিত সংখ্যা খুব সহজেই ম্যাজিক ফিগার অতিক্রম করে। কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে বাধ সাধে সেনার মুখ্যমন্ত্রিত্বের দাবি। এরপরই এনডিএ জোট থেকে বেরিয়ে এসে সেনা এনসিপি ও কংগ্রেসের স্মরণাপন্ন হয়। রাজ্যসভাতেও বিরোধী আসনে বসবে বলে জানিয়ে দিয়েছে সেনা।

'ত্রিপুরার হেরিটেজকে বোমা বিস্ফোরণে ওড়ানোর চেষ্টা করেছিল মুঘলরা', ফের খবরে বিপ্লব দেব 'ত্রিপুরার হেরিটেজকে বোমা বিস্ফোরণে ওড়ানোর চেষ্টা করেছিল মুঘলরা', ফের খবরে বিপ্লব দেব

English summary
bjp taregeted in shiv sena mouthpiece samna about hindutva politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X