For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিজয় নিশানে রঙিন আরও এক ভোট যুদ্ধ! একুশের বাংলার নির্বাচনের আগে গোয়ার পঞ্চায়েতের ফলাফল একনজরে

বিজেপির বিজয় নিশানে রঙিন আরও এক ভোট যুদ্ধ! একুশের বাংলার নির্বাচনের আগে গোয়ার পঞ্চায়েতের ফলাফল একনজরে

  • |
Google Oneindia Bengali News

দেশের ৪ রাজ্যে হাইভোল্টেজ নির্বাচনের আগে ক্রমাগত বিজেপি একের পর এক নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে। হায়দরাবাদের পুরভোটের পর রাজস্থানের জেলা পরিষদ নির্বাচনেও বিজেপি কার্যত বিজয় নিশান উড়িয়েছে। এবার নজর রাখা যাক গোয়ায়।

গোয়ার জেলা পঞ্চায়েত ভোটের পরিস্থিতি

গোয়ার জেলা পঞ্চায়েত ভোটের পরিস্থিতি

গোয়ার জেলা পরিষদের ভোটে দুপুর পর্যন্ত যা ট্রেন্ড ছিল, তাতে দেখা গিয়েছে ২১ টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৩ টিতে। ফলে বিজেপি শাসিত গোয়ায় ফের একবার পদ্মফোটার আশা রয়েছে।

কংগ্রেস সহ বিরোধীদের কী পরিস্থিতি?

কংগ্রেস সহ বিরোধীদের কী পরিস্থিতি?

গোয়ার পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস সহ বিরোধীরা আপাতত ব্যাকফুটে । এদিন সকাল থেকেই প্রথম যে ৬ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই আসনেই বিজেপি এগিয়ে যায়। এদিকে,গোয়ায় পঞ্চায়েতে ভোটে দ্বিতীয়স্থানে রয়েছেন নির্দল প্রার্থীরা। তাঁদের দখলে ৫ টি আসন। সেখানে কংগ্রেস ২ টি আসনে এগিয়ে। একটি আসন গোমন্তক পার্টির দখলে।

 মার্চ থেকে পিছিয়ে ভোট ডিসেম্বরে!

মার্চ থেকে পিছিয়ে ভোট ডিসেম্বরে!

গোয়ার পঞ্চায়েত নির্বাচন গত মার্চ মাসে সংগঠিত হওয়ার কথা ছিল। তবে তা লকডাউনের কারণে পিছিয়ে গিয়ে সংগঠিত হচ্ছে ২০২০ সালের ডিসেম্বরে। তবে তাতেও দেখা যায় ভোটারের সংখ্যায় কমতি। অতিমারীর দাপটে ভোটারে ব্যাপক কমতি দেখা গিয়েছে গোয়ার এই ভোটে।

 বিজেপির উদ্বেগের বিষয়!

বিজেপির উদ্বেগের বিষয়!

তবে এই ভোটে একাধিক তাবড় কেন্দ্রে বিজেপির বিধায়কদের শিবিরের একাধিক প্রার্থী পরাজিত হয়েছেন নির্দলদের কাছে। যা গোয়ার রাজনীতিতে বিজেপির কাছে নিঃসন্দেহে বড় বিষয়। প্রসঙ্গত, ২০২২ সালে গোয়ার জেলা পঞ্চায়েত ভোট আসন্ন। তার আগে এই পরিস্থিতি নিয়ে রীতিমতো অঙ্ক কষছ সমস্ত রাজনৈতিক শিবির।

জেলে স্থান হবে মমতার পরিবারের সদস্যের! হুঁশিয়ারি দিয়ে এদিন কোন কোন অভিযোগ তুললেন কৈলাশ জেলে স্থান হবে মমতার পরিবারের সদস্যের! হুঁশিয়ারি দিয়ে এদিন কোন কোন অভিযোগ তুললেন কৈলাশ

English summary
BJP Takes lead in Goa zilla parishad election .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X