For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, রাজা সিংহকে দলের সমস্ত দায়িত্ব থেকে বহিষ্কার বিজেপির

রাজা সিংহকে দলের সমস্ত দায়িত্ব থেকে বহিষ্কার বিজেপির

Google Oneindia Bengali News

নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আগেই বিজেপি বিধায়ক রাজা সিংকে গ্রেফতার করেছিল হায়দরাবাদ পুলিশ। মঙ্গলবার গ্রেফতারের কয়েক ঘণ্টা পরেই রাজা সিংকে দলের সমস্ত দায়িত্ব থেকে বহিষ্কার করল বিজেপি। বিজেপির শৃঙ্খলা কমিটি জানিয়েছে, বিভিন্ন বিষয়ে রাজা সিং দলের অবস্থানের বিপরীতে অবস্থান করেছে। সেই কারণে দলের সমস্ত দায়িত্ব থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।

কী রয়েছে শৃঙ্খলা কমিটির আদেশে

কী রয়েছে শৃঙ্খলা কমিটির আদেশে

দলের শৃঙ্খলা কমিটির আদেশে বিধায়ক রাজা সিংহকে বলা হয়েছে, 'আপন বিভিন্ন বিষয়ে দলের বিপরীতে অবস্থান করছে। যা দলের বিধি লঙ্ঘিত হচ্ছে। যদি আপনি দলের কোনও দায়িত্বে থাকেন, সেক্ষেত্রে এই মুহূর্তে আপনাকে দলের সমস্ত দায়িত্ব থেকে বরখাস্ত করা হচ্ছে। এখনই আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না। তবে আপনাকে ১০ দিনের মধ্যে উত্তর দিতে হবে, কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা হবে না। বিশদে আপনাকে ২২ সেপ্টেম্বরের মধ্যে নীচে স্বাক্ষরকারী ব্যক্তিকে জানাতে হবে।' প্রসঙ্গত, রাজা সিং ১০ মিনিটের একটি ভিডিও টুইটারে শেয়ার করেন। সেখানে তিনি নবীকে অসম্মান করেন বলে অভিযোগ। এই ভিডিও প্রকাশ করার পরেই তেলেঙ্গানার একাধিক অঞ্চলে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়।

হুমকির মুখে তেলেঙ্গানা সরকার

হুমকির মুখে তেলেঙ্গানা সরকার

নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন মজলিস বাঁচাও তেহরিকের মুখপাত্র আজমদুল্লা খান। তিনি কার্যত হুমকি দেন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সরকারকে। তিনি বলেন, বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে টিআরএস যদি কোনও কঠোর ব্যবস্থা গ্রহণ না করে, সেক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচনে একটিও মুসলিম ভোট পাবে না টিআরএস। আজমদুল্লা খান বলেছেন, শুধু রাজা সিংহকে গ্রেফতার করলেই হবে না, পিডি আইনে তাঁর বিরুদ্ধে মামলা করতে হবে। নবী সম্পর্কে অপমানকর মন্তব্যের জন্য তাঁর কম করে দুই বছরের সশ্রম কারদণ্ড হওয়া উচিত।

বিজেপির সংযত হওয়া প্রয়োজন

বিজেপির সংযত হওয়া প্রয়োজন

জানা গিয়েছে, রাজি সিংহের সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্টের জেরে হায়দরাবাদের একাধিক জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের একাধিক নেতা সোমবার রাতে গ্রেটার হায়দরাবাদ থানার সামনে বিক্ষোভ দেখান। সেখানে তাঁরা বিধায়ক রাজা সিংহের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াসি বলেন, 'নবী সম্পর্কে খারাপ কথা বলা বিজেপির কি এখন নীতি হয়ে গিয়েছে। কিছুদিন আগেই নূপুর শর্মা নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্য। কয়েক মাসের মধ্যে বিজেপির এক বিধায়ক নবীর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন। বিজেপির এই ধরনের মন্তব্য বন্ধ করা উচিত। মানুষ বুঝতে পারছেন, আপনারা নবীকে কতটা ঘৃণা করেন?'

'প্রতিটি মানুষের নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে’, মসজিদে লাউড স্পিকার বন্ধের আবেদন প্রত্যাখান কর্ণাটক হাইকোর্টের'প্রতিটি মানুষের নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে’, মসজিদে লাউড স্পিকার বন্ধের আবেদন প্রত্যাখান কর্ণাটক হাইকোর্টের

English summary
BJP suspends Telengana MLA Raja Sigh from his post over Prophet Muhammad Row
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X