For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় বড় ধাক্কা বিজেপির, স্বশাসিত জেলাপরিষদ নির্বাচনে ক্ষমতা দখলের পথে নতুন শক্তি

ত্রিপুরায় বড় ধাক্কা বিজেপির, স্বশাসিত জেলাপরিষদ নির্বাচনে ক্ষমতা দখলের পথে নতুন শক্তি

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় (tripura) বড় ধাক্কা খেল বিজেপি (bjp)। উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদ (Tripura Tribal Areas Automomous District Council) নির্বাচনে নতুন শক্তি ক্ষমতা দখলের পথে। ৬ এপ্রিল স্বশাসিত জেলাপরিষদের ৩০ টি আসনের মধ্যে ২৮টিতে নির্বাচন হয়। বাকি দুটি আসনে রাজ্য সরকারের পরামর্শে রাজ্যপাল দুজনকে মনোনীত করবেন।

একবছর পর নির্বাচন

একবছর পর নির্বাচন

ত্রিপুরার স্বশাসিত জেলাপরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল গতবছরে ১৭ মে। কিন্তু করোনা মহামারির জন্য তা পিছিয়ে যায়। এরপর ৬ এপ্রিল এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এদিন সকাল থেকে ১৬ টি মহকুমা সদরে ভোট গণনা শুরু হয়েছে।

শাসক শিবিরে ধাক্কা

শাসক শিবিরে ধাক্কা

টিটিএএডিসির এবারের নির্বাচনে বড় ধাক্কা লাগে শাসক শিবিরে। বলা ভাল বিজেপি-আইপিটিএফ জোটে। কেননা যে আটাশটি আসনে নির্বাচন হয়েছিল, তার মধ্যে তিপ্রা মোথা অন্তত ১৯ টি আসনে এগিয়ে আছে কিংবা জিতে গিয়েছে। অন্যদিকে, বিজেপি এগিয়ে কিংবা জিতে গিয়েছে ছটি আসনে। আর তাদের জোটসঙ্গী আইপিটিএফ দুটি আশনে এগিয়ে রয়েছে কিংবা জিতে গিয়েছে। তবে এবারের নির্বাচনে ধাক্কা খেয়েছে বামেরাও।

জোট গঠন করেছিলেন, মহারাজা

জোট গঠন করেছিলেন, মহারাজা

কংগ্রেস ছেড়ে তিপ্রা মোথা গঠন করেছিলেন মহারাজা প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মন। বিভিন্ন উপজাতি সংগঠনের সদস্যদের নিয়ে তিনি এই দল গঠন করেছিলেন। আর ২৮ টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছিলেন তিনি। কংগ্রেসের আগেকার সহযোগী ত্রিপুরার সব থেকে পুরনো উপজাতি দল এইএনপিটি এখন তিপ্রা মোথার অংশ। গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবি করেছে তিপ্রা মোথা। যদিও এই দাবির বিরোধিতা করেছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস-সহ মূলধারার সব রাজনৈতিক দলগুলিঅই।
প্রসঙ্গত উল্লেখ্য মহারাজা প্রদ্যোত বিক্রম মানিক্য দেব বর্মনের বাবা মহারাজ কিরীট বিক্রম এবং মা বিভু কুমারী দেবী, দুজনেই কংগ্রেসি রাজনীতি করেছেন।

 ২৮ টি আসনে প্রার্থী দিয়েছিল সবাই

২৮ টি আসনে প্রার্থী দিয়েছিল সবাই

সিপিআইএম-এর নেতৃত্বাধীন বামে, কংগ্রেস এবং অন্যরা সবাই ২৮ টি আসনে নিজেদের মতো করে প্রার্থী দিয়েছিলেন। যা ছড়িয়ে রয়েছে ত্রিপুরা ১০,৪৯১ বর্গ কিমি এলাকায়। এই ভোটে অংশ নিয়েছিলেন ১২,১৬,০০০ মানুষ। মঙ্গলবার ভোট দিয়েছিলেন প্রায় ৮৫ শতাংশ মানুষ। টিটিএএডিসির কার্যকালের মেয়াদ ৫ বছর। একে রাজ্যের মিনি স্টেট অ্যাসেম্বলি বলেও ধরে নেওয়া হয়।

রাহুলের সুরে সর মিলিয়ে কেন্দ্রকে তোপ সোনিয়ার, কোভিড নিয়ে বৈঠক কংগ্রেস শাসিত রাজ্যগুলিররাহুলের সুরে সর মিলিয়ে কেন্দ্রকে তোপ সোনিয়ার, কোভিড নিয়ে বৈঠক কংগ্রেস শাসিত রাজ্যগুলির

English summary
BJP suffers a Major setback in Tripura as new tribal body going to capture power in TTAADC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X