For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনাস্থা-যুদ্ধ জয়ে বিজেপি-র রণনীতি কী! বিরোধীদের ছারখার করতে কোন পথে মোদী ব্রিগেড

সংসদে বিজেপির নেতৃত্বাধীন অনাস্থা প্রসতাব ঘিরে রীতিমত সরগরম জাতীয় রাজনীতি। অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির আনা এই প্রস্তাবের প্রেক্ষিতে বিজেপি বিরোধী শক্তির যেমন পরীক্ষা হতে চলেছে।

Google Oneindia Bengali News

সংসদে বিজেপির নেতৃত্বাধীন অনাস্থা প্রসতাব ঘিরে রীতিমত সরগরম জাতীয় রাজনীতি। অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির আনা এই প্রস্তাবের প্রেক্ষিতে বিজেপি বিরোধী শক্তির যেমন পরীক্ষা হতে চলেছে। তেমনই পদ্ম শিবিরের অমিত-নীতিতে বিজেপি কোন রণকৌশলে চলে সেদিকেও তাকিয়ে গোটা দেশ।

অনাস্থা-যুদ্ধ জয়ে বিজেপি-র রণনীতি কী! বিরোধীদের ছারখার করতে কোন পথে মোদী ব্রিগেড

ওয়াকিবহাল মহলের ধারণা, এদিন অনাস্থা প্রস্তাব শুধু জয়ই নয়, তার সঙ্গে বিরোধীদের ছারখার করে দেওয়ার লক্ষ্যেও এগিয়ে যেতে চায় পদ্ম শিবির । শুধুমাত্র আস্থা ভোট জয়ই নয়, বিজেপির মূল লক্ষ্য এদিন লোকসভার মোট আসনের দুই তৃতীয়াংশ দখল করা। যা বিরোধীদের জোট- শিড়দাঁড়া ভেঙে দিতে সক্ষম হবে। রাজনৈতিক মহলের ধারণা বিজেপি এই কাজে সক্ষম তখনই হবে, যদি তামিলনাড়ুর এআইডিএমকে-র ৩৭ জন ও এড়িশার বিজু জনতা দলের ২০ জন সাংসদ আস্থা ভোটাভুটি থেকে বিরত থাকে। এর আগে, প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে এআইডিএমকে এই অনাস্থা প্রস্তাব থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছে। কারণ অনাস্থা আনার মূল কারণই ছিল অন্ধ্রপ্রদেশকে বিশেষ স্ট্যাটাস দেওয়ার ঘটনা।

[আরও পড়ুন:অনাস্থা-পরীক্ষায় মোদী সরকার, কী বলছে রাজনৈতিক গণিত ও ইতিহাস][আরও পড়ুন:অনাস্থা-পরীক্ষায় মোদী সরকার, কী বলছে রাজনৈতিক গণিত ও ইতিহাস]

সংখ্যার খেলায় বিজেপি এদিত মাত দিতে চাইছে অনাস্থা-যুদ্ধের ময়দানে। গোটা বিষয়টি নিয়ে প্রথম থেকেই স্বস্তিতে মোদী সরকার। আপাতত তাদের নীতি বিরোধী জোটের অঙ্ককে দুর্বল করে দেওয়া, অনাস্থা প্রস্তাবের প্রেক্ষাপটে।

[আরও পড়ুন: Live no-confidence: বড় ধাক্কা খেল বিজেপি, আস্থা ভোটে অংশ নেবে না শিবসেনা][আরও পড়ুন: Live no-confidence: বড় ধাক্কা খেল বিজেপি, আস্থা ভোটে অংশ নেবে না শিবসেনা]

English summary
BJP strategy on No confidence motion, they try to use no-trust vote to expose ‘cracks’ in opposition unity.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X