For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস-আপকে ঠেকাতে আদিবাসী ভোটে নজর, বিধানসভা নির্বাচনের আগে গৌরব-যাত্রা বিজেপির

কংগ্রেস-আপকে ঠেকাতে আদিবাসী ভোটে নজর, বিধানসভা নির্বাচনের আগে গৌরব-যাত্রা বিজেপির

Google Oneindia Bengali News

বিজেপি ফের ভোট-অঙ্ক কষা শুরু করে দিয়েছে গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে। কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা ধরে রাখাই প্রধান লক্ষ্য তাদের। এরই মাঝে আবার মোদী-রাজ্যে নজর দিয়েছে আম আদমি পার্টি। ফলে সেই অঙ্কও তাদের কষতে হচ্ছে। আম আদমি পার্টি কোথায় কাদের ভোটব্যাঙ্কে থাবা বসাতে পারে, তা ভেবেই আদিবাসী ভোট অটুট রাখতে গৌরব যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি।

৯ দিনে রাজ্যের ১৪৪টি বিধানসভা কেন্দ্রে গৌরব যাত্রা

৯ দিনে রাজ্যের ১৪৪টি বিধানসভা কেন্দ্রে গৌরব যাত্রা

বিজেপি গৌরব যাত্রার লক্ষ্যে পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। বুধবার গুজরাতের সৌরাষ্ট্র থেকে শুরু হবে এই যাত্রা। ৯ দিনের এই গৌরব যাত্রায় রাজ্যের ১৪৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। মোট ১৮২টি বিধানসভা আসনের মধ্যে ১৪৪টি বিধানসভাকে ছুয়ে যাওয়ার পিছনে নির্দিষ্ট অঙ্ক রয়েছে। একেবারে অঙ্ক কষেই সার্বিকভাবে সাড়ে পাঁচ হাজারে কিলোমিটার বেশি পথ পরিক্রমা করবে তারা।

দুই যাত্রাপথের অধিকাংশই হবে রাজ্যের আদিবাসী এলাকায়

দুই যাত্রাপথের অধিকাংশই হবে রাজ্যের আদিবাসী এলাকায়

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মোদী-রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এই গৌরব যাত্রাকে দুটি ভাবে ভাগ করা হয়েছে। দুই যাত্রাপথের অধিকাংশই হবে রাজ্যের আদিবাসী অধ্যুষিত এলাকার মধ্যে দিয়ে। গতবারের গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি ষষ্ঠবারের জন্য ক্ষমতা দখল করলেও আসন সংখ্যার নিরিখে তাঁরা কংগ্রেসের সঙ্গে খুব বেশি এগিয়ে নেই।

কাঁটে কা টক্কর হওয়ার সমূহ সম্ভাবনা, তাই আদিবাসী-অঙ্ক

কাঁটে কা টক্কর হওয়ার সমূহ সম্ভাবনা, তাই আদিবাসী-অঙ্ক

এবার তাই বিজেপি অঙ্ক কষে এগোতে চাইছে। এমনিতেই গুজরাতে অ্যান্টি ইনকাম্বেন্সি ফ্যাক্টর রয়েছে। তারপর আম আদমি পার্টি হানা দিয়েছে। সাধারণ অর্থে আম আদমি পার্টি কংগ্রেসের ভোট ভাঙবে বলে মনে হলেও বিজেপি মনে করছে, বেশ কিছু ক্ষেত্রে তাঁদের ভোট ব্যাঙ্কেও থাবা বসাতে পারে। ফলে কাঁটে কা টক্কর হওয়ার সমূহ সম্ভাবনা থাকছে।

রাজ্যের আদিবাসী ভোটের সিংহভাগই কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল

রাজ্যের আদিবাসী ভোটের সিংহভাগই কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল

বিজেপি মনে করছে, এবারও কংগ্রেসের সঙ্গে লড়াই হবে জোরদার। কোনওভাবেই যাতে হার মানতে না হয়, তার জন্য আদিবাসী ভোটের উপর আস্থা রাখছে তারা। রাজ্যের আদিবাসী ভোটের সিংহভাগই কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল। এবার তাই আদিবাসী ভোটে যদি তাঁরা থাবা বসাতে পারে তবে কংগ্রেসকে মোক্ষম ধাক্কা দিতে পারবে তারা। সেই লক্ষ্যেই গৌরব যাত্রা করা হচ্ছে একেবারে অঙ্ক কষে।

গৌরব যাত্রা পথে মোট ১৪৫টি জনসভা করা হবে

গৌরব যাত্রা পথে মোট ১৪৫টি জনসভা করা হবে

গুজরাতের আদিবাসী মন ফিরে পেতে তৎপর বিজেপি। সে কারণেই তারা আদিবাসী অধ্যুষিত এলাকার উপর বিশেষ জোর দিয়েছে। এই গৌরব যাত্রা পথে মোট ১৪৫টি জনসভা করা হবে। তার অধিকাংশই হবে আদিবাসী মহলে। এই যাত্রার শেষদিনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাঁর ভাষণ দিয়ে এই যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন।

বিজেপি নেতা-নেত্রীরা পালা করে সবাই উপস্থিত থাকবেন

বিজেপি নেতা-নেত্রীরা পালা করে সবাই উপস্থিত থাকবেন

বিজেপি জানিয়েছে, দ্বারকা থেকে পোরবন্দর পর্যন্ত হবে প্রথম যাত্রাটি। সেটির উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দ্বিতীয় যাত্রাটি শুরু হবে তার পরদিন। সেটির উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতা-নেত্রীরা পালা করে সবাই উপস্থিত থাকবেন এই গৌরব যাত্রায়।

 কলকাতার উপাচার্য নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের! খারিজ সোনালি বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগের সিদ্ধান্ত কলকাতার উপাচার্য নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের! খারিজ সোনালি বন্দ্যোপাধ্যায়ের পুনর্নিয়োগের সিদ্ধান্ত

English summary
BJP starts Gourav Yatra in target of tribal vote in Gujarat to defeat Congress and AAP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X