For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার রাজ্যের সন্ত্রস্ত-চেহারা দেশবাসীর কাছে তুলে ধরতে চায় বিজেপি, রাজধানীতে ধরনা

রাজ্যের বিরুদ্ধে আন্দোলন এবার রাজ্য থেকে কেন্দ্রের দরবারে নিয়ে গেল বিজেপি। রাজ্যে সন্ত্রাসের প্রতিবাদে এবার দিল্লির রাজঘাটে ধরনায় বসেছে বিজেপি।

Google Oneindia Bengali News

রাজ্যের বিরুদ্ধে আন্দোলন এবার রাজ্য থেকে কেন্দ্রের দরবারে নিয়ে গেল বিজেপি। রাজ্যে সন্ত্রাসের প্রতিবাদে এবার দিল্লির রাজঘাটে ধরনায় বসেছে বিজেপি। রাজ্যে গণতন্ত্র ফেরাতে কেন্দ্রের কাছে দরবার শুরু করেছে বিজেপি নেতৃত্ব। নির্বাচনোত্তর পর্বে সন্ত্রাসের শিকার হয়েছে ত্রিলোচন মাহাতো-দুলাল কুমাররা। তাঁদের পরিবারকে নিয়েই এদিন দিল্লিতে ধরনা শুরু করছে বিজেপি নেতৃত্ব।

মমতার রাজ্যের সন্ত্রাসী-চেহারা দেশবাসীর কাছে তুলে ধরতে চায় বিজেপি, রাজধানীতে ধরনা

এদিন বিজেপির তরফে দাবি করা হয়, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই ঘরছাড়া বহু কর্মী-সমর্থক। তাঁদের ঘরে ফিরিয়ে দেওয়ার দাবিতে এই ধরনায় সামিল হয়েছেন রাজ্য বিজেপির একাধিক নেতা, কেন্দ্রীয় বিজেপির সাধারণ সম্পাদক শিবপ্রকাশ ও কেন্দ্রীয় নেতা সুরেশ পূজারি প্রমুখ।

বিজেপির অভিযোগ, আমাদের ৩৩ শতাংশ আসনে প্রার্থী দিতে দেওয়া হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের ২৫ জন কর্মী-সমর্থন খুন হয়েছেন। ভোট শেষ হওয়ার পরও 'শাস্তি'র বিধান চলছে বিভিন্ন এলাকায়। তাঁদের দাবি, বিজেপি করার অপরাধে খুন করা হয়েছে ত্রিলোচন মাহাতো, দুলাল কুমারদের। তাঁদেরকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

তারপর এই মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ। রাজ্যের শাসক দলের এই চেহারাই তাঁরা তুলে ধরতে চান সারা দেশের মানুষের কাছে। সেই কারণেই ধরনার মঞ্চ সাজানো হয়েছে রাজধানী দিল্লিতে। এদিন রাজ্যের সন্ত্রাসের প্রতিবাদে বিজেপি সম্পাদক সায়ন্তন বসু সরব হন।

[আরও পড়ুন:গুরুংয়ের নাম বাদ ভোটার তালিকায়! পোস্টার-রাজনীতিতে বোঝালেন জনসমর্থন তাঁর দিকে][আরও পড়ুন:গুরুংয়ের নাম বাদ ভোটার তালিকায়! পোস্টার-রাজনীতিতে বোঝালেন জনসমর্থন তাঁর দিকে]

English summary
BJP starts agitation in Delhi with attacked family of West Bengal. Bjp wants to show Mamata Banerjee’s violence image,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X