For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালা সেন্টিমেন্ট! 'কমিউনিস্ট বিরোধী' অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ

বিজেপি সভাপতি সরবিমালা নিয়ে ভক্তদের পাশেই। প্রতিবাদকে তিনি ঐতিহ্যের সংরক্ষণে প্রতিবাদ বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, বাম সরকার সমস্যার অপব্যবহার করে বিজেপি ও আরএসএসকে টার্গেট করেছে।

  • |
Google Oneindia Bengali News

সবরিমালা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করায় ভক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেরল সরকার। এক্ষেত্রে গ্রেফতারের সংখ্যা ২,৮০০ ওপর। বিজেপি সভাপতি অবশ্য বিষয়টি নিয়ে ভক্তদের পাশেই। প্রতিবাদকে তিনি ঐতিহ্যের সংরক্ষণে প্রতিবাদ বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, বাম সরকার সমস্যার অপব্যবহার করে বিজেপি ও আরএসএসকে টার্গেট করেছে।

সবরিমালা সেন্টিমেন্ট! কমিউনিস্ট বিরোধী অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ

বিজেপি সভাপতি অমিত শাহ, সবরিমালা নিয়ে অবস্থাকে ধর্মীয় বিশ্বাস এবং রাজ্য সরকারের নিষ্ঠুরতার লড়াই বলে বর্ণনা করেছেন। তাঁর অভিযোগ, বাম সরকার সমস্যার অপব্যবহার করছে। সবরিমালাকে সামনে রেখে রাজ্য সরকার বিজেপি এবং অন্যদলের রাজনৈতিক নেতা ও কর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন তিনি। কেরলের কন্নুরে দলীয় অফিস উদ্বোধনের পর বিজেপির সমাবেশে ভাষণ দিচ্ছিলেন অমিত শাহ।

হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেছেন, কেরলের মুখ্যমন্ত্রীকে তিনি সাবধান করছেন। তিনি আরও বলেছেন, সুপ্রিম কোর্টের রায়কে সামনে রেখে ভক্তদের দমানোর চেষ্টা করবেন না।

পুলিশকে দিয়ে ধরপাকড়কে কমিউনিস্টদের মন্দির বিরোধী চরিত্র প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন অমিত শাহ। কেরলের মন্দিরগুলির পরিত্রতা নষ্ট করতে এটা একটা চক্রান্ত বলে অভিযোগ করেছেন অমিত শাহ।

এই বিতর্কে যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের পক্ষে দাঁড়িয়ে বিজেপি সভাপতি বলেন, বিজেপি তাঁদের পাশে পাহাড়ের মতো আছে। তাঁদের সেন্টিমেন্টকেও বিজেপি সমর্থন করে বলে জানিয়েছেন তিনি। তাঁরা কেরলের মানুষের পাশে এবং ভগবান আয়াপ্পার পাশে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি।

সবরিমালায় সব বয়সী মহিলাদের প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কার্যত বিরোধিতা করে ভক্তদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে অমিত শাহের মন্তব্য, ভারতে এমন অনেক মন্দির আছে যা শুধুমাত্র মহিলাদের জন্য। যেখানে পুরুষরা প্রবেশ করতে পারেন না।

এদিন অমিত শাহ ভক্তদের প্রতিবাদকে সরাসরি সমর্থন করলেও, রাজ্য বিজেপি প্রথম থেকেই তা করে আসছে। এখনও পর্যন্ত ১০ থেকে ৫০ বছর বয়সী অন্ত ১২ জন মহিলা মন্দিরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থা হয়েছেন।

সুপ্রিম কোর্টের রায় এবং ভক্তদের বাধা দান প্রসঙ্গে বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের বৈঠক করেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তারপরেই ধরপাকড় শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত প্রায় তিনহাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

English summary
"BJP Stands With Sabarimala Devotees": Amit Shah On Arrests in Kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X