For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধী বরাবরই লস্কর, জইশের প্রতি সহানুভূতিশীল, কটাক্ষ বিজেপির

  • |
Google Oneindia Bengali News

এবার রাহুল গান্ধীকে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ নিয়ে কটাক্ষ করতে দেখা গেল বিজেপিকে। শুক্রবার রাহুল গান্ধীকে লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের প্রতি “বারাবরই সহানুভূতিশীল” হিসাবে পরিচিত বলে কটাক্ষ করতে দেখা যায় বিজেপিকে।

পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে টুইটারে তিনটি প্রশ্ন করেন রাহুল

পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে টুইটারে তিনটি প্রশ্ন করেন রাহুল

এদিকে এদিন সকালে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার বর্ষপূর্তীর দিন একটি টুইটার পোস্টে সরকারের দিকে তিনটে প্রশ্ন ছুঁড়ে দিতে দেখা যায় রাহুল গান্ধীকে। তিনি প্রশ্ন করেন, " প্রথমত, এই আক্রমণ থেকে সবচেয়ে বেশি কে উপকৃত হয়েছে? দ্বিতীয়ত,এই হামলার পরবর্তী সরকারি তদন্তের ফলাফল কী? তৃতীয়ত, বিজেপি সরকারে মধ্যে কে এই আক্রমণে পিছনে নিজের গাফিলতির স্বীকার করেছে ?"

পুলওয়ামা হামলার কথা টেনে দেশ বিরোধী মন্তব্যের অভিযোগ

পুলওয়ামা হামলার কথা টেনে দেশ বিরোধী মন্তব্যের অভিযোগ

রাহুলের পোস্টের পরেই শুক্রবার বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা শুধু সরকারকে নয়, এখন সেনাকেও টার্গেট করে কথাবার্তা বলছেন। এই প্রসঙ্গে গত বছর পুলওয়ামা হামলার প্রসঙ্গ টেনে আনতেও দেখা যায় বিজেপিকে। যদিও এরপরই এদিন রাহুলের মন্তব্যের পাল্টা জবাব দিতে দেখা যায় বিজেকেও।

পুলওয়ামার হামলা নিয়েও রাহুলকে কটাক্ষ

পুলওয়ামার হামলা নিয়েও রাহুলকে কটাক্ষ

এদিন একটি টুইট বার্তায় বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিমহা রাও পুলওয়ামা প্রসঙ্গে রাহুলের মন্তব্যেরও কড়া সমালোচনা করেন। টুইট বার্তায় তাকে লিখতে দেখা যায়, "গোটা দেশ যখন পুলওয়ামার পৈশাচিক হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে, তখন রাহুল গান্ধী কেবল সরকারকে নয়, সেনাকেও তার টার্গেট হিসাবে বেছে নিয়েছেন। রাহুল কখনই আসল অপরাধী পাকিস্তানকে প্রশ্ন করবে না। তোমার লজ্জা পাওয়া উচিত রাহুল!" পাশাপাশি রাহুল বরাবরই পাক মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী গুলির প্রতি সহানুভূতিশীল বলেও মন্তব্য করেন তিনি।

English summary
rahul Gandhi is a Known Sympathiser Of LeT, JeM, says BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X