For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞাকে দল থেকে তাড়ানোর পক্ষে সওয়াল জোটসঙ্গী নীতীশের

বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার এনডিএ-তে থেকে অস্বস্তি বাড়ালেন বিজেপির।

  • |
Google Oneindia Bengali News

বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার এনডিএ-তে থেকে অস্বস্তি বাড়ালেন বিজেপির। ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা দিন দুয়েক আগে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে দেশভক্ত বলে দাবি করেছিলেন। যা নিয়ে আসমুদ্র হিমাচল বিতর্কের ঝড় বয়েছে। সেই বিতর্কে মুখ খুলে নীতীশ জানালেন, এমন মন্তব্য বরদাস্ত করা যায় না।

বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞাকে দল থেকে তাড়ানোর পক্ষে সওয়াল জোটসঙ্গী নীতীশের

এদিন পাটনার রাজভবনে একটি স্কুলে ভোট দিয়ে এসে নীতীশ বলেন, বিজেপির উচিত এমন মন্তব্য নিয়ে ভাবা। আমরা এর তীব্র বিরোধিতা করছি। এই দেশ গান্ধীর। অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা নিয়ে কোনও আপোস করা হবে না।

নীতীশ আরও এক পা এগিয়ে সাধ্বীকে দল থেকে তাড়ানো উচিত বলে দাবি তুলেছেন।

[আরও পড়ুন: ধ্যান ভেঙে উঠলেন মোদী!কেদারনাথে ১৭ ঘণ্টা পর জেগে 'মাস্টার প্ল্যান'-এর কথা জানালেন প্রধানমন্ত্রী][আরও পড়ুন: ধ্যান ভেঙে উঠলেন মোদী!কেদারনাথে ১৭ ঘণ্টা পর জেগে 'মাস্টার প্ল্যান'-এর কথা জানালেন প্রধানমন্ত্রী]

বিজেপির এই নেত্রীর বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পরে তিনি দলে যোগ দিয়ে মুম্বই হামলায় শহিদ হেমন্ত কারকরেকে নিয়ে মন্তব্য করেন যা নিয়েও চূড়ান্ত বিতর্ক হয়। এবার তাঁর নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্যে দলই বিরুদ্ধে চলে গিয়েছে। ফলে নীতীশের বিরুদ্ধাচরণ অযৌক্তিক নয়।

[আরও পড়ুন:আসতে চলেছে নতুন সরকার! কোন অর্থনীতি অপেক্ষা করছে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা][আরও পড়ুন:আসতে চলেছে নতুন সরকার! কোন অর্থনীতি অপেক্ষা করছে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা]

English summary
BJP should sack Sadhvi Pragya from the party, urges Nitish Kumar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X