For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লক্ষ্য লোকসভা! শরিক শিবসেনার কাছে 'ঝুঁকল' বিজেপি

মহারাষ্ট্রে শিবসেনার কাছে ঝুঁকল বিজেপি। বর্তমান পরিস্থিতিতে অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে শিবসেনার কাছে ঝুঁকল বিজেপি। বর্তমান পরিস্থিতিতে অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। শিবসেনাকে ইতিমধ্যেই বিজেপির তরফে চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। ৪৮টি আসনের মধ্যে দুদল ২৪ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে, প্রস্তাব দিয়েছে বিজেপি।

লক্ষ্য লোকসভা! শরিক শিবসেনার কাছে ঝুঁকল বিজেপি

২০১৪-র নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮ টি আসনে ২৬ টিতে লড়াই করেছিল বিজেপি। বাকি ২২ টিতে সবথেকে পুরনো জোটসঙ্গী শিবসেনা। গত কয়েকমাস ধরেই দুপক্ষের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এরই মধ্যে গতবারের ২২ টির সঙ্গে আরও দুটি আসনে প্রার্থী দেওয়ার কথা জানায় শিবসেনা। শিবসেনার সেই প্রস্তাব মেনে বিজেপির তরফে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর অনুযায়ী, পালঘর এবং কোলাপুর আসনে শিবসেনাকে দিতে তৈরি রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে লোকসভা নির্বাচনে শিবসেনার প্রস্তাব মানলে, অক্টোবরে বিধানসভা নির্বাচনে রাজ্যের ২৮৮ টি আসনে কি দুই দল ১৪৪ টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

English summary
BJP Shiv Sena meets in Maharashtra and decides their fate of poll alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X