For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে ফের এক হতে পারে শিবসেনা-বিজেপি

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে ফের এক হতে পারে শিবসেনা-বিজেপি
নয়াদিল্লি, ১৯ অক্টোবর : বিচ্ছিন্ন হওয়া জোটসঙ্গী শিবসেনার সঙ্গে আবার জোটের হাত বাড়াতে পারে বিজেপি। মহারাষ্ট্রে নির্বাচনী ফলের যা ধারা তা অব্যাহত থাকলে একক রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে বেশি ভোট পেলেও সরকার গঠনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতার থেকে কিছুটা পিছিয়ে থাকতে পারে বিজেপি।

নির্বাচনের ফলের যা ট্রেন্ড তাতে ১১৫ থেকে ১২০ আসনে গিয়ে থামতে পারে বিজেপি। আর শিবসেনা পেতে পারে ৬০ টি আসন। মহারাষ্ট্রে ভোটের ফলের ট্রেন্ড আসতে শুরু করার পর রবিবার সকালে তাৎপর্যপূর্ণভাবে রাজ্যে বিজেপি প্রধান দেবেন্দ্র ফাডনিস জানিয়েছেন, "শিবসেনা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়। কংগ্রেস ও এনসিপি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।" এদিকে শিবসেনাও বুথ ফেরত সমীক্ষার পর থেকে বিজেপির পক্ষে সুর নরম করেছে। ফলে স্বভাবতই জল্পনা শুরু হচ্ছে যে তবে কী ফের বিজেপি ও শিবসেনা একে অপরের হাত ধরার জন্য প্রস্তুত?

২৫ বছরের দীর্ঘ জোটের পর নির্বাচনের আগে অত্যন্ত তিক্ততার সঙ্গে ভঙ্গ হয় বিজেপি-শিবসেনার জোট। কেন্দ্রে যদিও শিবসেনা এনডিএ জোটসঙ্গী। মহারাষ্ট্রের শাসক জোট তৃতীয় স্থানে থাকায় এসিপি অবশ্য এর জন্য দায়ী করেছে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবনকে। বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস এনসিপিও জোট ভঙ্গ করে।

যদিও হরিয়ানায় একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলেই বর্তমান ভোটের ট্রেন্ড বলছে। ভোটের ট্রেন্ডের ভিত্তিতে অনুমান করা হচ্ছে ৫০ টির মতো আসনে জিততে পারে বিজেপি। হরিয়ানায় পরিবারতন্ত্র রাজনীতির ইতি হবে বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। হরিয়ানায় কংগ্রেস এবং আইএনএডি- বড় হারের পথেই এগোচ্ছে।

English summary
BJP, Shiv Sena may have to come together in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X