For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ফের বড়সড় ধাক্কা খেতে চলেছে, মুম্বইয়ে মেয়র পদেও শিবসেনা ফ্যাক্টর

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ভেঙে যাওয়ার প্রভাব পড়বে মুম্বইয়ের পুরসভা ভোটে। আগামী ২২ নভেম্বর মুম্বইয়ে মেয়র নির্বাচন।

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে বিজেপি-শিবসেনা জোট ভেঙে যাওয়ার প্রভাব পড়বে মুম্বইয়ের পুরসভা ভোটে। আগামী ২২ নভেম্বর মুম্বইয়ে মেয়র নির্বাচন। তার আগে শিবসেনার সঙ্গে জোটে ভাঙন ধরায় বিজেপি শিবির বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে। ২০১৭-র বৃহন্মুম্বই পুর নিগম নির্বাচনে শিবসেনা টেক্কা দিয়েছিল বিজেপিকে।

শিবসেনার টেক্কা বিজেপিকে

শিবসেনার টেক্কা বিজেপিকে

শিবসেনা এককভাবে ৮৪টি আসনে জিতে প্রথম হয়েছিল। আর বিজেপি ৮২টি আসন নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ২২৭ আসন বিশিষ্ট নির্বাচনে। বিজেপির সমর্থন নিয়ে শিবসেনা মেয়র পদ লাভ করে। বিশ্বনাথ মহাদেশ্বর মেয়র নির্বাচিত হন। মহাদেশ্বরের আড়াই বছরের মেয়াদ চলতি বছরের সেপ্টেম্বরে শেষ হয়। ২১ অক্টোবর অনুষ্ঠিত রাজ্য বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে তাঁর মেয়াদ বাড়ানো হয়েছিল নভেম্বর পর্যন্ত।

কোন দিকে কত জন বর্তমানে

কোন দিকে কত জন বর্তমানে

২৪ অক্টোবরে বিধানসভা ফলাফল ঘোষণার পর দুটি দলের মধ্যে সম্পর্কে ফাটল ধরে। সেনা মুখ্যমন্ত্রী পদের সমান ভাগের দাবি জানিয়েছিল, যা বিজেপি প্রত্যাখ্যান করে। বর্তমানে শিবসেনার হাতে রয়েছে ৯৪ জন কর্পোরেটর, তাঁদের মধ্যে ছ'জন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার। আর বিজেপি'র ৮৩, কংগ্রেসের ২৮, এনসিপির ৮, সমাজবাদী পার্টির ৬ এবং এমআইএম এবং এমএনএসের যথাক্রমে ২ এবং ১টি করে আসন দখলে রয়েছে।

মুম্বইয়ে নির্বাচনে বিজেপি বিরোধী হাওয়া

মুম্বইয়ে নির্বাচনে বিজেপি বিরোধী হাওয়া

এখন মেয়র নির্বাচনে বিজেপি কোনও প্রার্থী দেয় কি না, সে বিষয়ে এক প্রশ্নের জবাবে দলের মুম্বই ইউনিটের প্রধান মঙ্গল প্রভাত লোধা বলেন, এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এসপির রইস শেখ বলেন, তাঁর দল কংগ্রেসের সঙ্গে আলোচনা করছে এবং শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

মেয়র পদে শিবসেনাকে সমর্থন কং-এনসিপির

মেয়র পদে শিবসেনাকে সমর্থন কং-এনসিপির

আর বর্তমান পরিস্থিতিতে, কংগ্রেস এবং এনসিপি এই মেয়র পদে সমর্থন দিতে পারে শিবসেনাকে। বিনিময়ে বিভিন্ন কমিটিতে পদ চাইতে পারে তারা। বিজেপি যদি কোনও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে বিরোধী নেতা হতে পারে তাদের দল থেকে।

English summary
BJP-Shiv Sena alliance in Maharashtra may have an impact on Mumbai's mayoral polls. Congress, NCP and others support Shiv Sena after Mharashtra assembly result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X