For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় 'চলো পাল্টাই'! বামদুর্গ গুড়িয়ে জয়ের পথে বিজেপি

ত্রিপুরায় সরকার পাল্টানোর ডাক দিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিল বিজেপি। এর আগে কোনও নির্বাচনে লড়ে একটাও আসন পায়নি বিজেপি। সেখানে থেকে একেবারে সরাসরি সরকার গঠনের পথে এগিয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর দল।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় সরকার পাল্টানোর ডাক দিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিল বিজেপি। এর আগে কোনও নির্বাচনে লড়ে একটাও আসন পায়নি বিজেপি। সেখানে থেকে একেবারে সরাসরি সরকার গঠনের পথে এগিয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর দল। আইপিএফটির সঙ্গে জোট করে এবারের নির্বাচনে দুই তৃতীয়াংশ আসনে হয় এগিয়ে গিয়েছে নয়ত জয় করে ফেলেছে বিজেপি। এই ফলাফলের খুব বেশি বদল হবে না। ফলে ত্রিপুরায় সরকার গঠন করে নতুন ইতিহাস তৈরির পথে গেরুয়া শিবির।

ত্রিপুরায় 'চলো পাল্টাই'! বামদুর্গ গুড়িয়ে জয়ের পথে বিজেপি

এদিন ভোট গণনার শুরুতে বামেরা কিছুটা এগিয়ে গেলেও ঘণ্টাখানেকের পর থেকেই বিজেপি লড়াই দিতে শুরু করে। বেশ কিছুক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি ৬০টি আসনের মধ্যে ৪৩টি আসনে এগিয়ে গিয়েছে। সিপিএম তথা বামেরা এগিয়ে মাত্র ১৬টি আসনে। এদিকে কংগ্রেস ও অন্যান্যদের ভাঁড়ার শূন্য।

ত্রিপুরায় বিজেপি নেতা রাম মাধব ও অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে লড়াইয়ে নেমেছিল বিজেপি। এছাড়াও নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, স্মৃতি ইরানিরা বারেবারে গিয়ে ত্রিপুরায় প্রচার করে এসেছেন। আর তার ফল বিজেপি হাতেনাতে পেয়েছে।

মানিক সরকারের সরকারের বিরুদ্ধে ত্রিপুরার একটা অংশের মানুষের ক্ষোভ দানা বাঁধছিল। সেটাকেই কাজে লাগিয়েছে বিজেপি। বিরোধী শক্তির ভোটকে পুরোটাই নিজেদের দখলে নিয়ে সিপিএম তথা বামেদের শিবিরে বড় ধস নামিয়েছে গেরুয়া শিবির।

আরও একটি বড় সিদ্ধান্ত অবশ্য আইপিএফটির সঙ্গে জোট বেঁধে লড়া। ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা আদিবাসী অধ্যুসিত এলাকায় বড় ভোটব্যাঙ্ক। তাছাড়া সীমান্ত এলাকায় এদের প্রভাব বেশি থাকায় তিপ্রাল্যান্ড নামে আলাদা রাজ্য গঠনের যে দাবি এরা করে আসছে, বিজেপি তাতে নিমরাজি হয়ে সায় দিয়ে ভোটে নেমেছিল। মানুষ বিজেপির উপরে রেগে থাকলে ভোটের ফল উল্টো হতে পারত। তবে বামেদের শাসনে মানুষ সন্তুষ্ট ছিল না। ত্রিপুরায় ভোটের ফলেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।

ত্রিপুরা জয়ের পর নাগাল্যান্ড ও মেঘালয়েও দারুণ ফল করেছে বিজেপি। নাগাল্যান্ডে ফল ঘোষণা না হলেও বিজেপি যে এনডিপিপি-কে সঙ্গে নিয়ে জোট সরকার গড়তে চলেছে তা অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে।

এদিকে মেঘালয়ে কংগ্রেস, বিজেপি বা এনপিপি কোনও দলই বেশি আসন পায়নি। এই অবস্থায় অন্য দলগুলিকে বুঝিয়ে জোট করে কারা মেঘালয়ে ক্ষমতায় আসে সেটাই দেখার।

English summary
BJP set to overturn Left front's 25 years rule in Tripura, heading towards taking majority seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X