For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে জমি হারাবে বিজেপি, লোকসভায় বড় সাফল্য পাবে বুয়া-ভাজিতা জোট, বলছে এবিপির সমীক্ষা

এবিপি নিউজের সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোট এখানে কামাল করতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের ফলাফল চমকে দেবে সকলকে, কী করবে বিজেপি, সপা-বসপার জোট অথবা কংগ্রেস। কাদের শেষ অবধি বেছে নেবে মানুষ। এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে এবিপি নিউজ সি-ভোটার সমীক্ষা। এখানে দেখানো হয়েছে ঠিক কীভাবে কোন দল বা জোটের পক্ষে মানুষ ভোট দিতে চলেছেন লোকসভা নির্বাচন ২০১৯ সালে।

কামাল করবে মহাজোট

কামাল করবে মহাজোট

এবিপি নিউজের সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোট এখানে কামাল করতে চলেছে। বিজেপির বিরুদ্ধে শুধু প্রতিরোধ গড়াই নয়, বিজেপির ঘট উল্টে কেন্দ্রে সরকার ফেলার পথে কাঁটা বিছিয়ে দিতে চলেছে মায়াবতী ও অখিলেশ যাদবের জোট।

জিতবে সপা-বসপা জোট

জিতবে সপা-বসপা জোট

vসমীক্ষা বলছে, বিহারে ৮০টি আসনের মধ্যে সপা-বসপার জোট সবমিলিয়ে ৫১টি আসন পেতে চলেছে। যাঁরা আগের লোকসভায় সেভাবে আসনই জিততে পারেনি। তবে এবার জোট বেঁধে সর্বাধিক ফায়দা তুলতে চলেছে।

বিজেপির ধাক্কা

বিজেপির ধাক্কা

বিজেপি আগের বারে ৭১টি আসন পেয়েছিল। তবে এবার বড় ধাক্কা খেতে চলেছে উত্তরপ্রদেশে। যার ফলে আসন সংখ্যা একধাক্কায় ২৫টিতে নামতে চলেছে। এর বেশি আসন উত্তরপ্রদেশে বিজেপি পাবে না।

কংগ্রেসেরও ক্ষতি

কংগ্রেসেরও ক্ষতি

কংগ্রেসের সঙ্গে সপা-বসপা জোট বাঁধেনি। জোট বাঁধতে অস্বীকার করে দিয়েছে। যার ফলে ২০১৪ সালে কংগ্রেস ২টি আসন পেয়েছিল সেটা এবার বেশি বাড়বে না। মাত্র ৪টি আসন কংগ্রেস পেতে চলেছে।

শেষবারের ফল

শেষবারের ফল

২০১৪ সালে ৮০টি আসনের মধ্যে নরেন্দ্র মোদী ঝড়ে উড়ে বিজেপি ৭১টি আসন পেয়েছিল। সমাজবাদী পার্টি পেয়েছিল ৫টি আসন, কংগ্রেস ২টি আসন ও এনডিএর সঙ্গী আপনা দল ২টি আসন পেয়েছিল। এবার এই সমীকরণ মেলে কিনা সেটাই দেখার।

English summary
BJP set to lose Uttar Pradesh battle to SP-BSP alliance in Lok Sabha Elections 2019, says ABP survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X