For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার 'টি-টোয়েন্টি' ফর্মুলা! মিশন ২০১৯-এ বাজিমাত করতে নয়া পরিকল্পনা বিজেপির

২০১৯-এর সাধারণ নির্বাচনে জিততে বিজেপি টি টোয়েন্টি সূত্র প্রয়োগ করবে। এমনটাই জানিয়েছেন দলের এক বর্ষীয়ান নেতা। পুরো বিষয়টিই বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহের মস্তিস্ক প্রসূত বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর সাধারণ নির্বাচনে জিততে বিজেপি টি টোয়েন্টি সূত্র প্রয়োগ করবে। এমনটাই জানিয়েছেন দলের এক বর্ষীয়ান নেতা। পুরো বিষয়টিই বিজেপির সর্বভারতী সভাপতি অমিত শাহের মস্তিস্ক প্রসূত বলে জানা গিয়েছে।

এবার টি-টোয়েন্টি ফর্মুলা! মিশন ২০১৯-এ বাজিমাত করতে নয়া পরিকল্পনা বিজেপির

তবে ক্রিকেট খেলার থেকে পদ্ধতি একটু আলাদা। প্রয়োগটাও ভিন্ন। দলের প্রত্যেক কর্মীকে নিজের এলাকার অন্তত ২০ টি বাড়িতে গিয়ে কথা বলতে হবে এবং চা খাওয়ার সময় নরেন্দ্র মোদী সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। এমনটাই জানিয়েছেন এক বর্ষীয়ান নেতা।

পরের পাঁচ বছরের জন্য ক্ষমতায় টিকে থাকতে সরকারের সাফল্য তুলে ধরার জন্য দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। এরজন্য প্রত্যেক বুথে দশজন যুবককে চিহ্নিত করতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সাংসদ, বিধায়ক, স্থানীয় এবং বুথ পর্যায়ের কর্মীদের বলা হয়েছে সরকারের প্রকল্পগুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে। জনগণ তথা ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেই এক কাজ সম্ভব বলেই মন্তব্য করা হয়েছে।

প্রচারে থ্রি-ডি প্রযুক্তির সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে থ্রি-ডি প্রযুক্তির মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে যাবেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।

২০১৪-র নির্বাচনে বিজেপির তরফে চা-য় পে চর্চার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে চায় কেন্দ্রের শাসকদল। নমো অ্যাপে বুথ পর্যায়ের কর্মীদের মাধ্যমে স্থানীয় আরও সাধারণ মানুষকে যুক্ত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ২০১৯-এর ভোটকে সামনে রেখে।

সূত্রের খবর অনুযায়ী, প্রত্যেক ভোট কেন্দ্র এলাকা থেকে ১০০ জনকে নমো অ্যাপ-এ যুক্ত করার টার্গেট রেখেছে। একইসঙ্গে প্রত্যেক ভোট কেন্দ্র থেকে ২০ জন নতুন বিজেপি সদস্যকে নমো অ্যাপে যুক্ত করার টার্গেটও নেওয়া হয়েছে।

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের পর বিজেপি নেতা-কর্মীদের সাধারণের ঘরে ঘরে যাওয়ার প্রচারকে জোরদার করতে বলা হয়েছে। এই প্রচারে প্রত্যেক বুথে অন্তত দু-ডজন কর্মীকে যুক্ত করতে বলা হয়েছে।

English summary
BJP Set To Adopt ‘T20’ Formula For Victory In 2019 Lok Sabha Elections
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X