For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশের 'কমণ্ডল ও মণ্ডলে'র রাজনীতিকে সামলাতে পারলেই জয় সহজ হবে BJP-র

উত্তরপ্রদেশের 'কমণ্ডল ও মণ্ডলে'র রাজনীতিকে সামলাতে পারলেই জয় সহজ হবে BJP-র

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতার পর থেকেই ভারতীয় নির্বাচনী রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে উত্তরপ্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশে আরও একবার বিধানসভা ভোট উপস্থিত, যার দিনক্ষন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যটিতে বর্তমানে শাসন ক্ষমতায় থাকা বিজেপির কতটা সুযোগ রয়েছেআরও পাঁচবছরের জন্য ক্ষমতায় ফেরার? কোনও অঙ্কেয় বা জয় আসতে পারে বিজেপির? সে বিষয়ে আলোচনা রইল ওয়ানইন্ডিয়াবাংলার পাঠকদের জন্য।

'কমণ্ডল ও মণ্ডলে'র রাজনীতি!

'কমণ্ডল ও মণ্ডলে'র রাজনীতি!

সহজ ভাষায় বললে ২০১৭ সালে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার সময় উত্তরপ্রদেশের উচ্চবর্ণ হিন্দু ও দলিতদের এক সঙ্গে একই মঞ্চে আনার কাজটা করতে পেরেছিলেন৷ যা শুধু ২০১৭ তেই নয় একই সঙ্গে ২০১৯ লোকসভা নিীবাচনেও বিজেপিকে বড় জয় এনে দিয়েছিল৷ উত্তরপ্রদেশ, বিহারে বরাবর নির্বাচনগুলিতে জাতপাগের রাজনীতি হয়৷ নিজেদের গোষ্ঠীর নেতাকেই ভোট দিয়ে জিতিয়ে আনাতে স্বচেষ্ট থাকেন এই দুই রাজ্যের বড় অংশের মানুষ৷ ঠিক এখানেই শক্ত হয়ে যায় বিজেপির লড়াই৷ কারণ সারা ভারত জুড়ে হিন্দুভোট একত্র করা এবং তা নিজেদের ফেভারে নিয়ে আসার চেষ্ট করে বিজেপি! অতীত উদাহরণ থেকে বলা যায়৷ হিন্দু ভোট একত্রিত হলে বিজেপির সুযোগ বাড়ে! যদিও এবারেও শুরু থেকেই রাজ্যে 'কমণ্ডল ও মণ্ডলের রাজনীতি ভালোভাবেই করে আসছে বিজেপি!

রামমন্দিরের ইস্যু নিয়ে রাজনীতি!

রামমন্দিরের ইস্যু নিয়ে রাজনীতি!

বিজেপিকে আজকের এনডিএতে পরিনত করতে সবচেয়ে বড় অবদানটি বোধহয় অযোধ্যায় রামজন্মভূমি আন্দোলনের রয়েছে৷ একসময় সারা দেশে মাত্র দু'টি সাংসদ থেকে ৩০০-রও বেশি সাংসদে পৌঁছতে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে শক্তিশালী সিঁড়িটি এই রামমন্দির আন্দোলন৷ এই আন্দোলন সারা ভারতে বিজেপিকে প্রতিষ্টিত করলেও উত্তরপ্রদেশ থেকেই এর উত্থান৷ ২০২০ তে যোগী আদিত্যনাথ ও মোদীর উপস্থিতিতে অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য ভূমিপুজোর ঘটনা যে বিজেপিকে উত্তরপ্রদেশে আলাদা মাইলেজ দেবে তা আর বলার অপেক্ষা রাখে না!

কাশীরাম দাস হয়ে মায়াবতীর দলিত রাজনীতির দূর্বল হওয়া!

কাশীরাম দাস হয়ে মায়াবতীর দলিত রাজনীতির দূর্বল হওয়া!

২০১৪ মোদী রাজের শুরুর পর থেকেই উত্তরপ্রদেশেও দূর্বল হয়েছে মায়াবতীর দলিত রাজনীতি৷ যা আদপে বিজেপির হিন্দু ভোটার একত্রিত করার ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ কারণ একসময় উত্তরপ্রদেশের ব্রাহ্মণ ও রাজপুতদের রাজনীতিকে চ্যালেঞ্জ করেই উঠে দাঁড়িয়েছিলেন মায়াবতী। শেষ কয়েকটি নির্বাচনে যাঁর রাজনৈতিক অস্তিত্ব বিপন্ন বললে অত্যুক্তি করা হবে না৷!

English summary
There is various factor which can lead BJP to win Uttarpradesh. One of them is well handling of Hindutva and Caste base politics. Apart from this Ram Temple issue and Kashi biswanath corridor can boost up the political energy of BJP in UP.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X