For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'১১ ফেব্রুয়ারি সার্জিক্যাল স্ট্রাইক' নিয়ে শাহিনবাগকে হুঁশিয়ারি! বিজেপি নেতা বাগ্গা ফের খবরে

  • |
Google Oneindia Bengali News

দিল্লি নির্বাচন ঘিরে ক্রমেই রাজধানীর রাজনীতির পারদ চড়ছে। আর সেই পারদকে আরও খানিকটা উস্কে দিয়ে এদিন দিল্লিতে ভোট প্রচারে মত্ত বিজেপির তাজিন্দর বাগ্গা। আর তাজিন্দর প্রচারের আসরে নেমেই টুইটারকে হাতিয়ার করে ফের একবার শাহিনবাগ প্রসঙ্গ তোলেন। ফের উঠে আসে আরও এক সমালোচনা।

শাহিনবাগ নিয়ে 'সার্জিক্যাল স্ট্রাইক' এর হুমকি

শাহিনবাগ নিয়ে 'সার্জিক্যাল স্ট্রাইক' এর হুমকি

' শাহিনবাগের সমর্থকরা গতকাল যন্তর মন্তরে গিয়ে বলেন, যে ভারতীয় সেনা নিজের লোকদেরই মারে। ভারতীয় সেনার তুলনা পাকিস্তানি সেনার সঙ্গে করা হয়। শাহিনবাগা দেশদ্রোহের আড্ডা হয়ে গিয়েছে। ১১ তারিখ ফলাফল প্রকাশ হতেই সবচেয়ে আগে এই জমায়েতে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে।'

 শাহিনবাগের বিক্ষোভ ও বিজেপি

শাহিনবাগের বিক্ষোভ ও বিজেপি

দক্ষিণ পূর্ব দিল্লিতে শাহিনবাগে এক সপ্তাহ ধরে জ্বলছে সিএএ ঘিরে প্রতিবাদের আগুন। দিল্লি নির্বাচনের আগে এই প্রতিবাদ ঘিরে কেন্দ্রের বিজেপি সরকারকে যে খুব একটা স্বস্তিতে নেই তা নতুন করে বলার অবকাশ রাখেনা। আর সেই শাহিনবাগ নিয়েই বক্তব্য রাখতে গিয়ে নয়া বিতর্কের জন্ম দেন বিজেপি নেতা তাজিন্দর পাল বাগ্গা।

শাহিনবাগের সমর্থকের বক্তব্যকে কটাক্ষ স্মৃতির

'কেউ খায় দেশের আর গান গায় অন্য দেশের।' এমন বক্তব্যে শাহিনবাগ প্রসঙ্গ উস্কে দিয়ে স্মৃতি ইরানি বলেন, 'যাঁরা হিন্দুস্তানের সেনাকে ধিক্কার জানান, তাঁরা ভারতীয় নন। আর যদি মা গঙ্গার থেকে কিছু চাওয়ার থাকে, তাহলে আমি এঁদের সদ্বু্দ্ধি চাইব'।

বিজেপির ওপর কড়া নজর কমিশনের

বিজেপির ওপর কড়া নজর কমিশনের

এর আগে, শাহিনবাগ প্রসঙ্গে দিল্লি নির্বাচনের পারদ চড়িয়ে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের 'গোলি মারো' মন্তব্য বিতর্কে আসে। অন্যদিকে, দিল্লি বিজেপির নেতা পরবেশ বর্মাও কটূ মন্তব্যের জন্য কমিশনের রোষানলে আসেন। এরপরই এঁদের দুইজনকেই দিল্লি নির্বাচনের প্রচারে ৭২ ও ৯৬ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হয়।

English summary
BJP's Tajinder Bagga warns to Shaheen Bagh of Surgical strike on Feb 11 .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X