For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী প্রচারের গান নিয়ে বিপাকে দিল্লির বিজেপি প্রার্থী বাগ্গা, নোটিশ জারি কমিশনের

Google Oneindia Bengali News

নির্বাচনী প্রচারের গান নিয়ে বিপাকে পড়লেন দিল্লি বিজেপির নেতা তথা প্রার্থী তাজিন্দর পাল সিং বাগ্গা। এই বিষয়ে নির্বাচন কমিশন তাঁকে নোটিশও ইস্যু করেছে। বাগ্গাকে নির্বাচন কমিশন নোটিশ জারি করে জিজ্ঞাসা করে যে নার্বাচনী প্রচারের অংশ হিসাবে তিনি যে গানটি বানিয়ে টুইটারে আপলোড করেছে, সেটির হিসাব কেন নির্বাচনী খরচের মধ্যে দেখাননি তিনি।

নির্বাচনী প্রচারের গানি নিয়ে বিপাকে দিল্লির বিজেপি প্রার্থী বাগ্গা, নোটিশ জারি কমিশনের

প্রসঙ্গত, দিল্লির হরি নগর থেকে প্রার্থী হিসাবে বাগ্গার নাম প্রকাশ হতেই টুইটারে আপলোড করা হয় দুই মিনিট দীর্ঘ গানটি। 'বাগ্গা বাগ্গা সব জায়গয়ায়' গানটি আপলোড হওয়ার পর হোয়াটসঅ্যাপ সহ অনেক গণমাধ্যমের প্ল্যাটফর্মেই শেয়ার হয়ে যায়। গানটিতে বাগ্গাকে এমন সরদার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে, যে কি না বিশ্বাসঘাতকদের বুরুদ্ধে রুখে দাঁড়ায়।

এদিকে নির্বাচন কমিশনের নোটিশের জবাবে বাগ্গা বলেন, 'এই গানটি আমার মনোনয়ন জমার আগেই প্রকাশিত হয়েছিল। মনোয়ন জমার পর সেটা কেবল পুনরায় পোস্ট করা হয়। আমি নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি এবং আমাদের আইনজীবীরা তাদের জবাব দিচ্ছেন।'

English summary
BJP's Tajinder Bagga Lands in Trouble Over Campaign Song for Delhi Polls as EC Issues Notice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X