একাধিক বিধায়কের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা! ত্রস্ত রাজ্য রাজনীতি
বড় সংখ্যায় সাংসদ খোয়ানোর পর এবার চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টিতে দুই তৃতীয়াংশ বিধায়ক বিয়োগের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। যাঁরা সবাই বিজেপিতেই যোগ দেবেন বলে সূত্রের খবর। রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ওপর চাপ বাড়তে থাকায় অনুগতদের এই দলবদল বলে জানা গিয়েছে।

অধিকাংশ টিডিপি বিধায়ক বিজেপির পথে
বিজেপির জাতীয় সম্পাদক এবং অন্ধ্রপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত বিজেপির অন্যতম নেতা সুনীল দেওধর সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে রাজ্যে টিডিপির প্রায় ১৮ বিধায়ক। প্রসঙ্গত ১৭৫ সদস্যের অন্ধ্রপ্রদেশ বিধানসভায় টিডিপির বিধায়ক সংখ্যা ২৩।

নাইডুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
দেওধর বলেছেন, টিডিপি বিধায়করা বুঝতে পারছেন, তাদের নেতা নাইডু খুব তাড়াতাড়ি জেলে যাবেন। কেননা বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে গিয়েছে তাঁর নাম। তাঁর কাছের হিসেবে পরিচিত নেতা এবং পরিবারের সদস্যরা এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সেই কারণেই বিধায়করা নিজেরাই বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন, দাবি করেছেন
বিজেপির এই কেন্দ্রীয় নেতা।

'টিডিপির ভবিষ্যৎ নেই'
এর আগে টিডিপির আট সাংসদের মধ্যে ছজন বিজেপিতে যোগ দিয়েছিলেন। যার ফলে রাজ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়ে চন্দ্রবাবু নাইডুর দল। এছাড়াও জগনমোহন রেড্ডির
দল লোকসভা ও বিধানসভা নির্বাচনে সাফল্য পাওয়ায় জমি হারাতে শুরু করেছে টিডিপি।
দেওধর জানিয়েছেন, বিজেপির লক্ষ্য হল, রাজ্যের গরিব মানুষেরা। রাজ্যের প্রত্যেক লোকসভা এলাকা থেকে একলক্ষ নতুন সদস্য করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে
বলেও জানিয়েছেন তিনি। এই নেতার আরও দাবি, রাজ্যে টিডিপির কোনও ভবিষ্যৎ নেই।