For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার প্রশংসায় পঞ্চমুখ বিজেপির জাতীয় স্তরের নেত্রী শাইনা! ভোট যুদ্ধে রাজনৈতিক পারদ তুঙ্গে

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে একাধিক নেতার বিজেপিতে যোগদান বেশ কয়েকদিন ধরে খবরের হেডলাইন হয়ে উঠেছিল।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে একাধিক নেতার বিজেপিতে যোগদান বেশ কয়েকদিন ধরে খবরের হেডলাইন হয়ে উঠেছিল। এবার সেই বিজেপি শিবিরের নেত্রীর মুখেই উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা। চোখের পলকে রাজনীতির রংবদল দেখেই অভ্যস্ত দেশকে ফের একবার চমক দিলেন বিজেপি নেত্রী শাইনা এনসি।

 কেন মমতার প্রশংসা?

কেন মমতার প্রশংসা?

মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র শাইনা এনসির মুখে এদিন উঠে এল তৃণমূল সুপ্রিমোর ভূয়সী প্রশংসা। আর ২০১৯ নির্বাচনকে কেন্দ্র করেই এই প্রশংসা বার্তা। নির্বাচেন যেভাবে মহিলা প্রার্থীদের সুযোগ করে দিয়েছেন মমতা, তা নিয়ে তৃণমূলনেত্রীর প্রশস্তিবাক্য শোনা যায় শাইনার কণ্ঠে।

 কী বলেছেন শাইনা?

কী বলেছেন শাইনা?

শাইনা জানান ,'সারা দেশের নেতৃত্বকেই মহিলা রাজনীতিবিদদের আরও বেশি সুযোগ দেওয়া উচিত, যাতে তাঁরা নিজেদের প্রমাণ করেত পারেন নির্বাচনের ক্ষেত্রে। সমস্ত রাজনৈতিক দলকে জেগে উঠতে হবে।'

 মমতার প্রশংসায় শাইনা!

মমতার প্রশংসায় শাইনা!

শাইনা বলেন,'ভোটাধিকারের ৫০ শতাংশ মহিলা, একটু হতাশ হয়েছি এটা জেনে যে মমতা বন্দ্যোপাধ্যায়.. যিনি ৪১ শতাংশ মহিলাদের প্রার্থীপদ দিয়েছেন, তিনি ছাড়া শুধু নবীন পট্টনায়ক মহিলা প্রার্থীদের সুযোগ দিয়েছেন। যিনি ৩৩ শতাংশ মহিলাদের প্রার্থীপদ দিয়েছেন।বাকি পার্টিরা শুধু মুখেই কথা বলে।'

 শাইনার দাবি

শাইনার দাবি


শাইনার দাবি, মহিলা প্রার্থীপদ নিয়ে এতদিন শুধু মুখেই কথা হয়েছে। তাই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের পক্ষে তিনি সবসময়ই সমর্থন জানিয়ে এসেছেন বলে দাবি করেন শাইনা।এবিষয়ে তিনি নিজের দল ও বাকি রাজনৈতিক দলের মহিলাদের ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণের বিষয়টি নিয়ে আরও জোরদার সওয়াল করার জন্য চেষ্টা করতে বলেন।

English summary
BJP's Shaina NC 'upset' over low representation of women in Lok Sabha; praises Mamata, Patnaik.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X