For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রাহুল গান্ধীর পুরো পরিবার চোর' মোদীকে অপমানের জবাব দিল বিজেপি

রাফালে চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে চোর বলতেও ছাড়েননি রাহুল গান্ধী। এই প্রসঙ্গেই পাল্টা অভিযোগের বাণ ছাড়ল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

রাফালে চুক্তি নিয়ে ফরাসি সংস্থা ড্যাসল্টের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের যে চুক্তি হয়েছে তা অবিলম্বে প্রকাশ করতে হবে। এই চুক্তি নিয়ে নরেন্দ্র মোদীকে চোর বলতেও ছাড়েননি তিনি। এই প্রসঙ্গেই পাল্টা অভিযোগের বাণ ছাড়ল বিজেপি। নরেন্দ্রর মোদীকে চোর বলায় রাহুল গান্ধীর পুরো পরিবারকে চোর বলে সম্বোধন করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রাহুল গান্ধীর পুরো পরিবার চোর মোদীকে অপমানের জবাব বিজেপির

বিজেপির হয়ে রবিশঙ্কর প্রসাদ সাংবাদিক সম্মেলনে কার্যত তুমুল সমালোচান করেন রাহুল গান্ধীর। দেশের মানুষ এই মিথ্যা থেকে দূরে রয়েছে। লোকপ্রিয় প্রধানমন্ত্রীর নামে অভিযোগ করে রাহুল নিজের মুখেই কালি লাগিয়েছেন।

রাহুল সহ গান্ধী পরিবারকেই দুর্নীতির আখড়া বলে দুষেছে বিজেপি। ২জি, কয়লা কেলেঙ্কারি, আদর্শ হাউজিং কেলেঙ্কারিতে কংগ্রেস জড়িত। রাহুল ও তাঁর মা হেরাল্ড মামলায় অভিযুক্ত। গোটা পরিবার দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। কোথা থেকে দুর্নীতি হয়েছে সকলে জানে।

রবিশঙ্কর প্রসাদের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের আমলে মধ্যসত্ত্বভোগীদের টাকা খাওয়া বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে রাহুলদের সমস্যা হচ্ছে। আর রাফালে নিয়ে যে চুক্তি তা কংগ্রেস আমলে হয়েছে। ২০০৭ সালে প্রস্তাব পাঠানো হয়। পরে ২০১৩ সালে চুক্তি সম্পন্ন হয়। তখন বিজেপির সরকার ছিল না।

২০১২ সালে রিলায়েন্সের সঙ্গে ফরাসি সংস্থার মউ সাক্ষরিত হয়। সেটা খবরেও বেরিয়েছিল। ফলে আমরা রিলায়েন্সকে সাহায্য করছি সেটা সত্যি কথা নয়। আমরা মাত্র ৩৬টি যুদ্ধবিমান কিনছি কারণ বাকীগুলি এদেশে তৈরি হবে। তাড়াতাড়ি প্রয়োজন বলে এইকটা বিমান কেনা হচ্ছে। আর রাহুল সমস্ত কিছু জানানোর দাবি করে কাদের সুবিধা করার চেষ্টা করছেন? প্রশ্ন করেছে বিজেপি।

English summary
BJP's Ravi Shankar Prasad's press conference on Rahul Gandhi at Rafale deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X