For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কাশ্মীরে মাত্র ২০০ থেকে ২৫০ জনের ডিটেনশন হয়েছে, ওখানে শান্তি রয়েছে', দাবি বিজেপি নেতা মাধবের

  • |
Google Oneindia Bengali News

গত ৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই উপত্যকার পরিস্থিতি নিয়ে কৌতূহল বাড়ছেই। অগাস্ট পেরিয়ে সেপ্টেম্বরেও দেখা গিয়েছে বিভিন্ন বিক্ষিপ্ত বিক্ষোভের জেরে সেখানে বিধি নিষেধ বহু জায়গায় লাগু করতে বাধ্য হয়েছে সরকার। আর এমন এক পরিস্থিতি নিয়ে মুখ খুলে বিজেপির সর্বভারতীয় সেক্রেটারি রাম মাধব ফের একবার শিরোনাম কেড়েছেন।

'ডিটেনশন' ও কাশ্মীর


এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেতা রাম মাধব বলেন, মাত্র ২০০ থেকে ২৫০ জন কাশ্মীরে ' প্রিভেন্টিভ ডিটেনশন' এ রয়েছে। রাম মাধবের দাবি, 'গত দুই মাস ধরে কাশ্মীরে শান্তি রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে কাশ্মীরের মানুষ কী চান আর এই ২০০-২৫০ জন মানুষ কী চান?'

 সুপ্রিম কোর্ট ও ভাইকোর আবেদন

সুপ্রিম কোর্ট ও ভাইকোর আবেদন

এর আগে সুপ্রিমকোর্টে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর 'অবৈধ ডিটেনশন' নিয়ে পিটিশন দায়ের করেন এমডিএমকে নেতা ভাইকো। মনে করা হচ্ছে, তার প্রেক্ষিতেই রাম মাধবের এমন বক্তব্য উঠে আসে। প্রসঙ্গত, গত ৫ অগাস্ট থেকে গৃহবন্দি হয়ে রয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।

 মহারাষ্ট্র নির্বাচন ও কাশ্মীর প্রসঙ্গ

মহারাষ্ট্র নির্বাচন ও কাশ্মীর প্রসঙ্গ

ওয়াকিবহাল মহলের ধারণা, আসন্ন মহারাষ্ট্র নির্বাচনে কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পদক্ষেপকে হাতিয়ার করে ময়দানে নামতে চায় বিজেপি। মূলত, মহারাষ্ট্রে হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদের নিরিখে বিজেপি জমি পোক্ত করতে কাশ্মীর থেকে ৩৭০ ধারা লোপের ঘটনাকে অস্ত্র হিসাবে দেখছে।

English summary
BJP's Rammadhav says Only 200-250 Under Custody in J&K, Total Peace There .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X