For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির রাজ্যসভায় ক্ষমতা আরও বাড়তে চলেছে! কিভাবে গেমচেঞ্জার হয়ে উঠছে উত্তরপ্রদেশের ভোট-অঙ্ক

বিজেপির রাজ্যসভায় ক্ষমতা ধীরে ধীরে বাড়তে চলেছে! কিভাবে গেমচেঞ্জার হতে চলেছে উত্তরপ্রদেশের ভোট-অঙ্ক

  • |
Google Oneindia Bengali News

সংসদে আরও দাপট ধরে রাখতে এগিয়ে যাচ্ছে বিজেপি। মঙ্গলবারের একটি নোটিফিকেশন যে ব্যাখ্যা দিয়েছে ,তাতে মনে করা হচ্ছে যে আগামী ১১ সেপ্টেম্বর রাজ্যসভার উপনির্বাচনের রাস্তা ধরে বিজেপি নিজের সংসসদ সংখ্য়া ক্রমেই বাড়িয়ে নেবে রাজ্যসভায়। এর জন্য নাড্ডা-শাহ শিবিরে কোন অঙ্কে এগোচ্ছে দেখে নেওয়া যাক।

সংসদ , অঙ্ক ও বিজেপি

সংসদ , অঙ্ক ও বিজেপি

উত্তরপ্রদেশের রাজ্যসভার সাংসদ অমর সিংয়ের প্রয়াণের পর সংসদের একটি সিটে আসন্ন দিনে ভোট। সেই ভোটে রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার অঙ্কে বিজেপি সহজে জয় পকেটে পুরবে বলে মনে করা হচ্ছে। আর তা হলেই ধীরে দীরে লোকসভার পর রাজ্য সভাতেও বিজেপি দাপট বাড়াতে পারবে।

 বড় সাফল্য আসবে নভেম্বরে?

বড় সাফল্য আসবে নভেম্বরে?

সংসদে ২৪৫ জনের আসনের উচ্চকক্ষে ১৬৪ টি আসন দখলে রাখা এখন গেরুয়া শিবিরের লক্ষ্য। তবে সেই লক্ষ্যমাত্রা নভেম্বরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ সেই সময় উত্তরপ্রদেশের ১০ জন রাজ্যসভা সংসদের কার্যকাল শেষ হবে। ফলে সেই জায়গা পূরণে হবে ভোট। আর সেই ময়দানেই বল গোলে ঢোকানোর চেষ্টায় থাকবেন নাড্ডারা।

 রাজ্যসভা ও বিজেপি জোটের অঙ্ক

রাজ্যসভা ও বিজেপি জোটের অঙ্ক

বর্তমানে ৮৬ জন রাজ্যসভা সংসদ রয়েছে বিজেপির কাছে। আর শরিকদলগুলি মিলিয়ে এনডিএ-র ঘরে রয়েছে মোট ১১৩ জন রাজ্যসভা সাংসদ। এরমধ্যে উত্তরপ্রদেশ থেকে ৩১ জন সাংসদ পাঠানো হয়। যা দেশের মধ্যে অন্যান্য রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি সংখ্যক সাংসদ। আর সেখানেই বিজেপি বড় গেমপ্ল্যান নিয়ে এগোচ্ছে।

 উত্তরপ্রদেশের পথ ধরে সংসদে গমন..

উত্তরপ্রদেশের পথ ধরে সংসদে গমন..

ভারতীয় গোবলয় রাজনীতিতে একটি চর্চিত প্রবাদ রয়েছে, তা হল, যাঁর হাতে উত্তরপ্রদেশ তাঁর দখলে সংসদ। উল্লেখ্য, সেই কারণেই উত্তরপ্রদেশ বিধানসভা দখলে রাখার জন্য সমস্ত পার্টি চেষ্টা করে। উত্তরপ্রদেশের বিধানসভার সঙ্গে রাজ্যসভার ভোটের একটা যোগ রয়েছে। এখানের ১০ টির মধ্যে রাজ্যসভার ৮ টি আসন বিজেপি তুড়ি মেরে জিতে নেবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, নবম আসন শরিদের সঙ্গে হাত মিলিয়ে তারা জিতে নেবে। এমনই দাবি অনেকের। ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় এখন ৩৯৫টি আসন পূর্ণ। সেখান থেকে আনুপাতিক প্রতিনিধিত্ব ও হস্তান্তরীয় ভোটের খেলায় বিজেপি বড় মাত দিতে প্রস্তুতি নিচ্ছে। যা রাজ্যসভায় তাঁদের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে।

 বিজেপির জোর কেন বেশি?

বিজেপির জোর কেন বেশি?

উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভায় আসন সংখ্যা নির্দিষ্ট করে দেয় সেখান থেকে রাজ্যসভার সদস্যদের আসন সংখ্যা। এই মুহূর্তে বিজেপি শাসত যোগী রাজ্যে ৩০৫ আসন নিয়ে বিজেপি সবচেয়ে এগিয়ে, ৪৮ টি আসন রয়েছে সমাজবাদী পার্টির কাছে, ১৮ আসন রয়েছে বিএসপির কাছে, আপনা দলের ৯ বিধায়ক, কংগ্রেসের কাছে ৭ বিধায়ক রয়েছেন। এই অঙ্ক নিয়ে রাজ্যসভায় বিজেপির হয়ে যোগী রাজ্য একাই মাত দিতে পারে।

 কেন গুরুত্ব পাচ্ছে ৩৭ সংখ্যাটি?

কেন গুরুত্ব পাচ্ছে ৩৭ সংখ্যাটি?

জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বিধানসভার আসনের ৮ টি আসন এখন খালি। সেখানে নভেম্বরের আগে যদি উপনির্বাচন করানো হয়, তাহলে ভোট অঙ্ক অন্য খাতে বইতে পারে, তবে যদি উপনির্বাচন না হয়, তাহলে রাজ্যসভায় আনুপাতির ভোটের নিরিখে প্রতিটি প্রার্থীকে নূন্যতম ৩৭ টি ভোটের কোটা পার হতে হবে। যা বর্তমানে রাজ্যসভায় বিজেপির যা অবস্থান , তাতে সম্ভব বলে মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা! ৪ দিন কবে, কোন জেলায় কমলা সতর্কতা, একনজরেদক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা! ৪ দিন কবে, কোন জেলায় কমলা সতর্কতা, একনজরে

English summary
BJP's Rajya Sabha tally set to get big power in upcoming days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X