For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যরাতে শপথ গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর! প্রথমবারের জন্য সঙ্গে ২ উপমুখ্যমন্ত্রী

মনোহর পার্রিকরের মৃত্যুর পর গোয়ার নতুন মুখ্যমন্ত্রী পথে শপথ নিলেন প্রমোদ সওয়ন্ত। তিনি গোয়ার ১৩ তম মুখ্যমন্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

মনোহর পার্রিকরের মৃত্যুর পর গোয়ার নতুন মুখ্যমন্ত্রী পথে শপথ নিলেন প্রমোদ সওয়ন্ত। তিনি গোয়ার ১৩ তম মুখ্যমন্ত্রী। সহযোগীদলগুলির পক্ষ থেকে সমর্থনের লিখিত আশ্বাস পায়। গোয়া ফরওয়ার্ড পার্টির বিজয় সারদেশাই এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির রামকৃষ্ণ ধাবালিকার উপমুখ্যমন্ত্রীর পথে শপথ নেন। সবমিলিয়ে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ১১ বলে জানা গিয়েছে। এবারই প্রথম রাজ্যে দুই উপমুখ্যমন্ত্রী।

মধ্যরাতে শপথ গোয়ার নতুন মুখ্যমন্ত্রীর! প্রথমবারের জন্য সঙ্গে ২ উপমুখ্যমন্ত্রী

সোবার গোয়ার মুখ্যমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। তার আগেই অবশ্য সেখানে কে সরকার গড়বে তা নিয়ে তুমুল নাটক শুরু হয়ে যায় কংগ্রেস ও বিজেপির মধ্যে।

[আরও পড়ুন:কিশোরীকে গণধর্ষণের পর মুণ্ডচ্ছেদ! বীভৎস কাণ্ড ঘিরে চাঞ্চল্য ][আরও পড়ুন:কিশোরীকে গণধর্ষণের পর মুণ্ডচ্ছেদ! বীভৎস কাণ্ড ঘিরে চাঞ্চল্য ]

প্রমোদ সওয়ন্ত গোয়া বিধানসভার স্পিকার ছিলেন। সোমবার বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয় তাঁকে। যে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি।

কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যপাল মৃদুলা সিনহার কাছে সরকার গঠনের দাবি করে এসেছে। রাজ্য কংগ্রেসের তরফে বলা হয়েছে, এই মুহুর্তে তারাই সব থেকে বড় দল। তাই তাদের সরকার গঠনের সুযোগ দেওয়া উচিত।

[আরও পড়ুন:রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জল্পনায়! যোগ দিতে পারেন একাধিক তৃণমূল জনপ্রতিনিধি][আরও পড়ুন:রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে জল্পনায়! যোগ দিতে পারেন একাধিক তৃণমূল জনপ্রতিনিধি]

এদিন বিজেপিই অবশ্য সাফ জানিয়েছিল সোমবার তাদের মুখ্যমন্ত্রীই শপথ নেবেন। বিজেপি সূত্রে খবর, ছোট এবং নির্দল বিধায়করা কেউই এনডিএ ছেড়ে যায়নি এবং তারা জানে কোনও টানাটানি শুরু হলেই, বিধানসভা ভেঙে দেওয়া হতে পারে।

[আরও পড়ুন: ভোট ঘোষণার পরে খুন তৃণমূল নেতা! কংগ্রেস-সিপিএম-এর দিকে আঙুল মুর্শিদাবাদ নেতৃত্বের][আরও পড়ুন: ভোট ঘোষণার পরে খুন তৃণমূল নেতা! কংগ্রেস-সিপিএম-এর দিকে আঙুল মুর্শিদাবাদ নেতৃত্বের]

English summary
BJP's Pramod Sawant succeeds Manohar Parrikar as Goa CM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X