For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরাসরি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ, কৃষি আইন নিয়ে এবার 'অলআউট' আক্রমণে বিজেপি

Google Oneindia Bengali News

কৃষি আইন নিয়ে সরাসরি রাহুল গান্ধীর উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তাঁর চ্যালেঞ্জ, কেন্দ্রের এই আইন নিয়ে প্রকাশ্য বিতর্কসভায় যোগ দিন রাহুল গান্ধী। রাহুলের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, 'আমি তাঁকে বিতর্কে অংশগ্রহণ করার জন্য প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি।'

খুব কমই জনসমক্ষে আসেন রাহুল গান্ধী

খুব কমই জনসমক্ষে আসেন রাহুল গান্ধী

একই সঙ্গে তাঁর কটাক্ষ, এক পক্ষকালে একবারই জনসমক্ষে আসেন রাহুল গান্ধী। তাঁর দাবি, রাজনৈতিক নেতারা ভুল বোঝানোয় কয়েকজন কৃষক এখন কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। আর সেটাকেই তুলে ধরে ওই রাজনৈতিক নেতারা বোঝাতে চাইছেন যে গোটা দেশের কৃষকরা এই আইনের বিরুদ্ধে।

এনডিএ জমানায় দ্বিগুণ এমএসপি পাচ্ছে কৃষকরা

এনডিএ জমানায় দ্বিগুণ এমএসপি পাচ্ছে কৃষকরা

তামিলনাড়ুর চেন্নাইয়ের মারাইমালাই এলাকায় কৃষক সমাবেশে আজ হাজির হয়েছিলেন তিনি। সেখানে তাঁর দাবি, কৃষি আইন নিয়ে খুশি কৃষকরা। আর কেন্দ্রীয় সরকার পিএম কিষান যোজনা এনেছে যা কৃষকদের জন্য লাভদায়ক। পঞ্জাবের কৃষকরা এনডিএ জমানায় দ্বিগুণ এমএসপি পাচ্ছে। তাঁদের রোজগার দ্বিগুণ হয়ে গিয়েছে। তার পরও তারা ভুল বুঝে আন্দোলনে নেমেছে।

স্বামীনাথন কমিটির পরামর্শ

স্বামীনাথন কমিটির পরামর্শ

মন্ত্রীর দাবি, কৃষি আইন লাগু করা হয়েছে স্বামীনাথন কমিটির পরামর্শ অনুযায়ী। ওই কমিটি ২০০৬ সালে পরামর্শ দিয়েছিল। কিন্তু তা ইউপিএ আমলে গ্রহণ করা হয়নি। মোদী সেটা গ্রহণ করেছেন। আর এখন রাহুল এই বিষয়ে ঝাঁপিয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। তার পরই রাহুলের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, 'আমি তাঁকে বিতর্কে অংশগ্রহণ করার জন্য প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি। কৃষি আইন কৃষকদের জন্য ভালো না খারাপ, তা নিয়ে আলোচনা হোক।'

English summary
BJP's Prakash Javdekar challenged Congress' Rahul Gandhi for a debate on Farm laws
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X