For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেস জেডিএস-এর ফেরার আশঙ্কা! কর্নাটক নিয়ে লাইন পরিবর্তন বিজেপির

বিজেপির কর্নাটক লাইনে পরিবর্তন। বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা-সহ পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় বিজেপি ঠিকই করে নিয়েছিল কর্নাটকে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির কর্নাটক লাইনে পরিবর্তন। বিদ্রোহী বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা-সহ পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় বিজেপি ঠিকই করে নিয়েছিল কর্নাটকে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। কিন্তু বৃহস্পতিবার রাতে খবর আসে কংগ্রেস ও জেডিএস আবারও সরকার গড়ার চেষ্টা শুরু করেছে। সেক্ষেত্রে নতুন জোট গঠন করে প্রাক্তন মন্ত্রী আর রামালিঙ্গ রেড্ডিকে মুখ্যমন্ত্রী করে এগোতে চাইছে।

বিদ্রোহী বিধায়কদের নিয়ে 'অপ্রস্তুত'

বিদ্রোহী বিধায়কদের নিয়ে 'অপ্রস্তুত'

একটি বিষয় বিজেপিকে খানিকটা অপ্রস্তুত করে দিয়েছিল। সেটা হল, বিধানসভা স্পিকার কেআর রমেশ কুমারের তিন বিদ্রোহী বিধায়ককে অক্ষম করে দেওয়া। এই তিন বিধায়কের মধ্যে ২ জন কংগ্রেসের এবং অপরজন নির্দল। এছাড়াও আরও ১৩ জনও কার্যত সেই তালিকায় পড়ে গিয়েছিলেন। তাই বিজেপির তরফে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়, সরকার গঠন করে। সূত্রের খবর এমনটাই।

চেষ্টা চালাচ্ছিল প্রদেশ কংগ্রেস

চেষ্টা চালাচ্ছিল প্রদেশ কংগ্রেস

বিজেপির কাছে এই খবরও পৌঁছে গিয়েছিল কর্নাটক প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি বিদ্রোহীদের শান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি কংগ্রেস ও জেডিএস জোট চার থেকে
পাঁচ জন বিদ্রোহীকে জোটে ফিরিয়ে নিতে পারত, তাহলে তা বিজেপির পক্ষে খুবই মারাত্মক হয়ে দাঁড়াতে পারত। তাহলে তা বিজেপি সরকার গঠনের প্রক্রিয়াতেও আঘাত করতে পারত।
এ ছাড়াও বিদ্রোহীদের সঙ্গে খুব ভাল সম্পর্ক রাখা আর রামালিঙ্গ রেড্ডিকে মুখ্যমন্ত্রী করে বিজেপিকে ধাক্কার দেওয়ার চেষ্টাও শুরু হয়েছিল। আর তা হলে বিজেপিই পড়ে যেত বিপাকে। সেই জন্যই
ইয়েদুরাপ্পাকে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে দেওয়া হল। সূত্রের খবর এমনটাই।

অন্যদিকে স্পিকার তিন বিধায়ককে অক্ষম করে দেওয়ার পরে বিদ্রোহীদের তরফ থেকে চাপও বাড়ছিল। সেই জন্যই বিজেপির পদক্ষেপ এবং সরকার গঠন করে বিদ্রোহীদের বার্তা দেওয়ার চেষ্টা। কঠিন সময়ে তাদের মন্ত্রীত্বের বার্তাও দেওয়া হয়।

নতুন স্পিকার নির্বাচনের প্রস্তুতি

নতুন স্পিকার নির্বাচনের প্রস্তুতি

সূত্রের খবর অনুযায়ী, এই পরিস্থিতিতে বিজেপির তরফ থেকে নতুন স্পিকার নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। যা হলে বিদ্রোহী বিধায়কদের ইস্তফা গৃহীত হবে। তাদের অক্ষম ঘোষণা করার বদলে।

এইসব ফ্যাক্টরকে সামনে রেখেই, বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত অনুযায়ী, ইয়েদুরাপ্পা সরকার গঠনের দাবি জানান।

English summary
BJP's National leadership has changed their line in Karnataka from president's rule to govt formation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X