For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার আগে ভাঙছে বিজেপি! নতুন দল গড়লেন হরিয়ানার দাপুটে সাংসদ

বিজেপির কুরুক্ষেত্রের সাংসদ রাজ কুমার সাইনি দল ছাড়েননি তবে নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করে দিয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

বিজেপির কুরুক্ষেত্রের সাংসদ রাজ কুমার সাইনি দল ছাড়েননি তবে নিজের নতুন রাজনৈতিক দল ঘোষণা করে দিয়েছেন। নতুন তৈরি দলের নাম দিয়েছেন 'লোকতন্ত্র সুরক্ষা পার্টি'। আগামী লোকসভা ও বিধানসভা ভোটেও আলাদা লড়াইয়ের ঘোষণা করেছেন তিনি।

লোকসভার আগে ভাঙছে বিজেপি! নতুন দল গড়লেন হরিয়ানার দাপুটে সাংসদ

রবিবার পানিপথে এক জনসভা করে দলের পথ চলার সূচনা করবেন সাইনি। তবে দল কেন না ছেড়ে নতুন দল গড়লেন, সেই প্রশ্নে সাইনির জবাব, যা করার বিজেপিই করুক। আমি আলাদা করে কিছু করব না।

সাইনির দল ছাড়া অবশ্য গেরুয়া শিবিরের কাছে সারপ্রাইজ ছিল না। আগেই জানিয়ে দিয়েছিলেন বিজেপির টিকিটে বা অন্য কোনও দলের টিকিটে তিনি লড়বেন না। তারপরই নতুন দল তৈরির ঘোষণা করেন।

সাইনির অভিযোগ, সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য বিজেপি কিছুই করেনি। গত লোকসভা ও বিধানসভা ভোটে পিছিয়ে পড়া বর্গ বিজেপিকে ভোট দেয়। তবে গেরুয়া শিবির তা সত্ত্বেও তাদের জন্য কাজ করেনি। নতুন দল তৈরি করে তাদের হয়ে কাজ করে বদল আনার চেষ্টা করবেন তিনি।

দলছুট বিজেপি সাংসদের অভিযোগ, কংগ্রেস ও আইএনএলডি দলও ওবিসি, ব্যাকওয়ার্ড ক্লাস, গরিব, কৃষকদের জন্য কিছু করেনি। তাদের শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছে। জনসংখ্যার ভিত্তিতে সংরক্ষণের দাবিও তুলেছেন সাইনি।

English summary
BJP's Kurukshetra MP Saini floats new political party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X