For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে চিনের ভাইরাল যুদ্ধ, কারণ ব্যাখ্যা করে করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে বিস্ফোরক কৈলাশ

ভারতের বিরুদ্ধে চিনের ভাইরাল যুদ্ধ, কারণ ব্যাখ্যা করে করোনার দ্বিতীয় তরঙ্গ নিয়ে বিস্ফোরক কৈলাশ

Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় তরঙ্গে (second wave of corona) বিধ্বস্ত গোটা দেশ। ৪০ দিন পরে দেশে আক্রান্তের সংখ্যা ২ লক্ষের নিচে নেমেছে। কিন্তু করোনার দ্বিতীয় তরঙ্গকে ভারতের বিরুদ্ধে চিনের ভাইরাল যুদ্ধ (china's viral war) বলেই মন্তব্য করলেন বিজেপি (bjp) কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvargiya)। এই পরিস্থিতিতে সবাইকে দেশের পাশে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

 কৈলাশের কারণ ব্যাখ্যা

কৈলাশের কারণ ব্যাখ্যা

কারণ ব্যাখ্যা করতে গিয়ে কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কেননা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্বের পাশে দাঁড়িয়েছেন। এই কৈলাশ বিজয়বর্গীয়ই গত নির্বাচনে বিজেপির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্ব প্রাপ্ত ছিলেন।

মোদীকে কালিমালিপ্ত করতে

মোদীকে কালিমালিপ্ত করতে

কৈলাশ বলেছেন, করোনার দ্বিতীয় তরঙ্গ সেটা এসেছে না পাঠানো হয়েছে, তা আলোচনার বিষয়। কিন্তু সারা বিশ্বে চিনকে চ্যালেঞ্জ করেছে একমাত্র ভারত এবং নরেন্দ্র মোদী। সঙ্গে তিনি যোগ করেছেন ওই তরঙ্গ প্রধানমন্ত্রী মোদীকে কালিমালিপ্ত করতে এবং তাঁর জনপ্রিয়তাকে কমানোর অংশ হিসেবে আনা হয়েছে।

প্রতিবেশী দেশগুলিতে হয়নি

প্রতিবেশী দেশগুলিতে হয়নি

কৈলাশ বিজয়বর্গীয় বলেছেন, করোনার দ্বিতীয় তরঙ্গ সারা ভারতে বিস্তার লাভ করেছে। কিন্তু বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভূটান এবং আফগানিস্তানের মতো প্রতিবেশী দেশে সেরকম প্রভাব ফেলতে পারেনি এই দ্বিতীয় তরঙ্গ। সেই কারণেই তিনি মনে করেছেন, ভারতকে ঝামেলায় ফেলতেই চিন এই কাজ করেছে।

খাটছেন প্রধানমন্ত্রী

খাটছেন প্রধানমন্ত্রী

ভোপালের গ্রামীণ এলাকায় অক্সিজেন কন্সেন্ট্রেলর বিলির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। সেখানে তিনি বলেন, এই কঠিন পরিস্থিতিতে সারা দেশে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে কঠোর পরিশ্রম করে চলেছেন প্রধানমন্ত্রী মোদী।
তিনি বলেছেন, স্থলবাহিনীয় নৌবাহিনী, বিমান বাহিনী অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করছে। দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন পৌঁছে দিচ্ছে রেলও। তবে ৫-৬ দিন পরিস্থিতি খারাপ হয়েছিল। কেননা কতটা পরিমাণ তা লাগতে পারে তার অনুমান করা কঠিন ছিল।
তিনি বলেছেন, বিজেপি দলের জন্য কাজ করে না। দেশের জন্য কাজ করে। চিনের বিরুদ্ধে অদৃশ্য যুদ্ধে সবাইকে একসঙ্গে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

শীঘ্র চিকিৎসার জন্য বাড়াতে হবে ওষুধের যোগান, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাশীঘ্র চিকিৎসার জন্য বাড়াতে হবে ওষুধের যোগান, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা

English summary
BJP's Kailash Vijayvargiya claims second wave is the china's viral war against India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X