For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটে কোন দল কতগুলি আসন পাবে! বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় চমক

লোকসভা নির্বাচনের মুখে পর্যালোচনা সর্বত্রই- কে জিতবে ২০১৯-এর ভোটযুদ্ধ। বিভিন্ন সংবাদ সংস্থা যেমন সমীক্ষা চালাচ্ছে, তেমনই রাজনৈতিক দলগুলিও খাতা-কলম নিয়ে বসে পড়েছে, কী হবে ২০১৯ ভোট-যুদ্ধের ফল।

Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের মুখে পর্যালোচনা সর্বত্রই- কে জিতবে ২০১৯-এর ভোটযুদ্ধ। বিভিন্ন সংবাদ সংস্থা যেমন সমীক্ষা চালাচ্ছে, তেমনই রাজনৈতিক দলগুলিও খাতা-কলম নিয়ে বসে পড়েছে, কী হবে ২০১৯ ভোট-যুদ্ধের ফল। দেশ কাকে বেছে নেবে আগামী পাঁচ বছরের জন্য। তেমনই এক সমীক্ষা রিপোর্ট সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বিজেপির মাথায় হাত

বিজেপির মাথায় হাত

বিজেপি এবার অভ্যন্তরীণ সমীক্ষা চালিয়েছিল দেশজুড়ে। সেই সমীক্ষার রিপোর্টই প্রকাশ করেছে নাগপুর টাইমস পত্রিকা। নাগপুর থেকে প্রকাশিত এই রিপোর্টে বিজেপির মাথায় হাত পড়েছে। এই সমীক্ষা জানাচ্ছে এবার লোকসভা ভোটে ভরাডুবি হচ্ছে বিজেপির। যদিও বিজেপি এই সমীক্ষার বিষয়টি অস্বীকার করেছে।

সমীক্ষা ভিত্তিহীন, অভিযোগ

সমীক্ষা ভিত্তিহীন, অভিযোগ

সম্প্রতি নাগপুর টাইমসে প্রকাশিত হয়েছে এনডিএ এবার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না দেশে। এনডিও তুলনায় অনেক বেশি আসন পাবে ইউপিএ। ফলে এনডিএ-র পক্ষে এবার ক্ষমতায় ফেরা অসম্ভব। বিজেপি জানিয়েছে, এমন কোনও সমীক্ষা চালানো হয়নি। সম্পূর্ণ ভিত্তিহীন এই অভিযোগ।

কে কটি আসন পাবে

কে কটি আসন পাবে

নাগপুর টাইমসে প্রকাশিত ওই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, এনডিএ এবার পেতে পারে ১৮২টি আসন। তার মধ্যে বিজেপি পেতে পারে ১৫১টি আসন। সেখানে ইউপিএ এবার ২০০ পেরিয়ে যেতে পারে। ইউপিএ পেতে পারে ২১৬টি আসন। আর অন্যান্যরা পেতে পারে ১৪৪টি আসন।

[আরও পড়ুন: লোকসভার মুখে দলত্যাগ প্রাক্তন কংগ্রেস সচিবের, কোটি টাকায় টিকিট বিলির অভিযোগ][আরও পড়ুন: লোকসভার মুখে দলত্যাগ প্রাক্তন কংগ্রেস সচিবের, কোটি টাকায় টিকিট বিলির অভিযোগ]

সর্ববৃহৎ দল হবে বিজেপি

সর্ববৃহৎ দল হবে বিজেপি

তবে সর্ববৃহৎ দল হবে বিজেপি। বিজেপি যেখানে ১৫১টি আসন পেতে পারে বলে আভাস দিয়েছে, সেখানে ইউপিএ-র ২১৬টির মধ্যে কংগ্রেসের প্রাপ্তি ১৪১টি আসন। আর তাদের শরিক দলগুলি পাবে ৭৫টি আসন। ইউপিএই হবে বড় শক্তি। ফলে তৃতীয় শক্তির সমর্থনেই সরকারের পূর্বভাস সমীক্ষায়।

[আরও পড়ুন: রাহুলের ৭২ হাজারের 'ন্যায়' চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে চমক অভিনেতার][আরও পড়ুন: রাহুলের ৭২ হাজারের 'ন্যায়' চালু হলে ডিভোর্সের খোরপোশ দেব! আদালতে চমক অভিনেতার]

English summary
BJP’s internal survey report says NDA can lose in Lok Sabha Election 2019. Recently this survey report published on a news of Nagpur,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X