For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি তৈরি ৯-এ ৯-এর লক্ষ্যপূরণে, জাতীয় কর্মসমিতিতে গেমপ্ল্যান জানালেন নাড্ডা

বিজেপি তৈরি ৯-এ ৯-এর লক্ষ্যপূরণে, জাতীয় কর্মসমিতিতে গেমপ্ল্যান জানালেন নাড্ডা

Google Oneindia Bengali News

বিজেপি এখন পাখির চোখ করেছেন ২০২৩-এ ৯ রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সবক'টি রাজ্যে জিততে বদ্ধপরিকর বিজেপি। সেই লক্ষ্যপূরণে গেমপ্ল্যান প্রস্তুত করে ফেললেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

জেপি নাড্ডা গেমপ্ল্যান প্রস্তুত করে দিলেন

জেপি নাড্ডা গেমপ্ল্যান প্রস্তুত করে দিলেন

সোমবার দিল্লিতে শুরু হয়েছে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সমিতির বৈঠক। সেই বৈঠকেই চূড়ান্ত হয়ে গেল বিজেপির পরবর্তী লক্ষ্য। আর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সেই মর্মে গেমপ্ল্যান প্রস্তুত করে দিলেন নেতা-কর্মীদের জন্য। এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন তিনি।

৯ রাজ্যের নির্বাচন জিততে নাড্ডার গেমপ্ল্যান

৯ রাজ্যের নির্বাচন জিততে নাড্ডার গেমপ্ল্যান

২০২৩ সালের ৯ রাজ্যের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। তাই বিজেপির সর্বভারতীয় সভাপতি জানিয়েছেন, আমরা যেখানে ক্ষমতায় আছি সেখানে আমাদের সরকারকে আরও শক্তিশালী করতে হবে। আর যেখানে আমরা ক্ষমতায় নেই, সেখানে কঠোর পরিশ্রম করে ক্ষমতায় আসতে হবে।

বুথগুলিকে শক্তিশালী করে তোলার কাজে জোর

বুথগুলিকে শক্তিশালী করে তোলার কাজে জোর

জাতীয় কর্মসমিতির বৈঠকে বিজেপি মনে করছে, রাজ্য বিধানসভার এই নির্বাচনগুলি প্রত্যেকটিই ২০২৪-এর লোকসভা নির্বাচনী ফলাফলের একটি সূচনা দেবে। তাই নাড্ডা বলেন, আমরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছি, ৭২ হাজার বুথকে আমরা আগেই দুর্বল হিসেবে চিহ্নিত করেছিলাম। সেই বুথগুলিকে শক্তিশালী করে তোলার কাজ চলছে।

১ লক্ষ ৩০ হাজার বুথকে কভার করার নির্দেশ

১ লক্ষ ৩০ হাজার বুথকে কভার করার নির্দেশ

তিনি বলেন, আমরা ইতিমধ্যে ১ লক্ষ ৩০ হাজার বুথকে কভার করতে পেরেছি। ফলে দুর্বল ৭২ হাজার বুথ ছাড়াও অপেক্ষাকৃত কম দুর্বল প্রায় ৬০ হাজার বুথেও আমাদের নেতা-কর্মীরা কাজ করছে। নাড্ডা এদিন বুঝিয়ে দিয়েছেন, তাঁদের লড়াই ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই।

মোদীর দেওয়া পাঁচটি মন্ত্র পুনর্ব্যক্ত করলেন নাড্ডা

মোদীর দেওয়া পাঁচটি মন্ত্র পুনর্ব্যক্ত করলেন নাড্ডা

জেপি নাড্ডা এদিন বিজেপি নেতা-কর্মীদের উদ্দেশে বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া পাঁচটি মন্ত্র পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, নির্দিষ্ট লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ করতে আমাদের মেনে চলতে হবে পাঁচ মন্ত্র। তা হল- উন্নত ভারত, দাস মানসিকতা দূর করা, গৌরবময় ঐতিহ্য মেনে গর্ব, একতা ও নাগরিকের দায়িত্ব পালন করা।

২০২৩-এর বিজেপির লক্ষ্য যেখানে যেখানে

২০২৩-এর বিজেপির লক্ষ্য যেখানে যেখানে

উল্লেখ্য, ত্রিপুরা দিয়ে শুরু হবে এই পর্বের বিধানসভা নির্বাচন। তারপর মেঘালয়, নাগাল্যান্ড, কর্নাটক, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান, তেলেঙ্গানা ও জম্মু-কাশ্মীরের ভোট হবে। ফেব্রুয়ারিতে ত্রিপুরার নির্বাচন হবে। আর ডিসেম্বরে হবে তেলাঙ্গানার বিধানসভা নির্বাচন।

৯টি রাজ্য দখল করেই ২০২৪-এ নজর

৯টি রাজ্য দখল করেই ২০২৪-এ নজর

জম্মু-কাশ্মীরের নির্বাচনও ২০২৩-এর ডিসেম্বরে হওয়ার কথা। সেখানে এখনও রাষ্ট্রপতি শাসন চলছে। এই জম্মু-কাশ্মীরসহ ৯টি রা্জ্যে জয়কেই পাখির চোখ করেছে বিজেপি। নাড্ডা জানিয়েছেন, এবার কোনও ভুল করলে হবে না। আমাদের প্রতিটি রাজ্যে জিততে হবে। আর আমরা জিতবই। ৯টি রাজ্য দখল করেই আমরা ২০২৪-এর লোকসভা নির্বাচন জিততে ঝাঁপাব।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার রাহুল গান্ধী, পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতার নিরাপত্তায় ত্রুটিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার রাহুল গান্ধী, পাঞ্জাবে ভারত জোড়ো যাত্রায় কংগ্রেস নেতার নিরাপত্তায় ত্রুটি

English summary
BJP’s game plan to fulfill the target of wining 9 sates of 9 assembly elections before 2024
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X