For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলে বড় ধাক্কা বিজেপির, নির্বাচনী লড়াইয়ের আগেই নিউমোনিয়ায় আক্রান্ত তারকা প্রার্থী সুরেশ গোপী

কেরলে বড় ধাক্কা বিজেপির, নির্বাচনী লড়াইয়ের আগেই নিউমোনিয়ায় আক্রান্ত তারকা প্রার্থী সুরেশ গোপী

  • |
Google Oneindia Bengali News

বাংলার পাশাপাশি নির্বাচনী উত্তাপ বাড়ছে কেরলেও। তারই মাঝে এবার বড় ধাক্কা খেল কেরল বিজেপি। এদিকে এরই মাঝে এবার নিউমোনিয়ায় আক্রান্ত হলেন চলচ্চিত্র তারকা ও রাজ্যসভার সাংসদ সুরেশ গোপি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। গত চার দিন ধরে এরনাকুলামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তৈরি হয়েছে বিশেষ মেডিকেল বোর্ডও।

কেরলে বড় ধাক্কা বিজেপির, নির্বাচনী লড়াইয়ের আগেই নিউমোনিয়ায় আক্রান্ত তারকা প্রার্থী সুরেশ গোপী

এদিকে বিথ্যাত চলচ্চিত্র পরিচালক জোশীর পাপ্পান নামে এক সিনেমার শ্যুটিংয়ের সঙ্গে গত কয়েকদিন ধরে যুক্ত ছিলেন তিনি। সেখান থেকেই সুরেশ গোপীকে সরাসরি হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর। অন্যদিকে তাঁর শরীরে নিউমোনিয়ার সংক্রমণের কথা বেশ কিচুদিন আগেই জানা গিয়েছিল। বর্তমানে তা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছিল বলেও ঘনিষ্ট মহল সূত্রে খবর। কিন্তু চারদিন আগে আচমকাই তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই থাকে এরনাকুলামের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শোনা যাচ্ছিল আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিশুর বা তিরুবনন্তপুরম কেন্দ্র থেকে বিপির টিকিটে লড়তে পারেন তিনি। কিন্তু তার মাঝেই এই এই শারীরিক অসুস্থতা তাঁকে আগামীতে কতটা সহজে ভোটের ময়দানে নামতে দেয় এখন সেটাই দেখার। আগামীতে 'মেট্রোম্যান’ ই শ্রীধরনের হাত ধরেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বিজেপি। তাঁকেই করা হবে পদ্ম শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর মুখ।যা নিয়েও বিগত কয়েকদিন ধরেই কেরলের রাজ্য-রাজনীতিতে বিস্তর চাপানৌতর চলছে।

নন্দীগ্রামে ২০০৭ এ আদবানিদের তরফে কোন 'সাহায্য' পেয়েছিলেন, বিজেপির প্রচারে জানালেন শুভেন্দু নন্দীগ্রামে ২০০৭ এ আদবানিদের তরফে কোন 'সাহায্য' পেয়েছিলেন, বিজেপির প্রচারে জানালেন শুভেন্দু

English summary
Kerala's star candidate and Rajya Sabha MP Suresh Gopi is suffering from pneumonia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X