মহাত্মা গান্ধীর স্বাধীনতা সংগ্রামকে 'নাটক' বলে আখ্যা বিজেপি সাংসদের
আবারও বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ে। মহাত্মা গান্ধীকে আক্রমণ করে শনিবার হেগড়ে বলেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বাধীন স্বাধীনতা সংগ্রামকে একটি 'নাটক' ছিল। শনিবার বেঙ্গালুরুতে এক জনসভায় বক্তব্য রাখার সময় এই কথা বলেন তিনি।

হেগড়ের বক্তব্য
হেগড়ে বলেন, 'মহাত্মা গান্ধীর নেতৃত্বে পুরো স্বাধীনতা আন্দোলনটি ব্রিটিশদের সম্মতি এবং সমর্থন নিয়ে মঞ্চস্থ হয়েছিল। সেই সময়কার তথাকথিত নেতাদের কাউকেই একবারের জন্যেও পুলিশ মারধর করেনি। তাদের স্বাধীনতা আন্দোলন ছিল একটি বড় নাটক। এটি ব্রিটিশদের অনুমোদনে এই নেতারা মঞ্চস্থ করেছিলেন। এটি আসল লড়াই ছিল না। এটি ছিল একটি সাজানো স্বাধীনতা সংগ্রাম।'

কংগ্রেসকে কটাক্ষ
হেগড়ে কংগ্রেসকে কটাক্ষ করে বলে, 'কংগ্রেসের সমর্থনকারী লোকেরা বলে চলে যে অনশন ও সত্যাগ্রহের কারণে ভারত স্বাধীনতা পেয়েছিল। এটি সত্য নয়। সত্যাগ্রহের কারণে ব্রিটিশরা দেশ ছাড়েনি। আসলে হতাশ হয়ে ব্রিটিশরা স্বাধীনতা দিয়েছিল। ইতিহাস পড়লে আমার রক্ত ফুটতে থাকে। এ জাতীয় লোকেরা আমাদের দেশে মহাত্মা হয়ে যায়।'

গান্ধীর মৃত্যু বার্ষিকীতে বিজেপিকে আক্রমণ করেন রাহুল
কয়েকদিন আগেই মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ শানিয়ে বলেছিলেন, 'নাথুরাম গডসের আদর্শেই চলেন নরেন্দ্র মোদী।' এই মন্তব্যের পর বেশ বিতর্ক হয়েছিল দেশের রাজনৈতিক ময়দানে। রাহুল বলেন, 'মোদী আর গডসের মধ্যে কোনও পার্থক্য নেই। শুধু মোদীর সাহস নেই এটা বলার যে তিনি গডসের ভাবধারায় বিশ্বাসী।'

গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্য
বহু দিন ধরেই গডসেকে নিয়ে কংগ্রেস ও বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। গডসেকে নিয়ে এর আগে বিজেপি নেত্রী সাধ্বী প্রজ্ঞার 'দেশভক্ত' মন্তব্য বিতর্কে আসে। তারপরই কংগ্রেসের একচি পত্রিকায় গডসে ও সাভারকরকে সমকামী আখ্যা দেওয়া নিয়েও বিতর্ক দানা বাঁধে ।