For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি শাসিত রাজ্যে কমতি ভ্যাকসিনের, রাহুলের টুইটে নয়া খোঁচা মোদীর দিকে

বিজেপি শাসিত রাজ্যে কমতি ভ্যাকসিনের, রাহুলের টুইটে নয়া খোঁচা মোদীর দিকে

Google Oneindia Bengali News

আজ থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ শুরু হওয়ার নির্দেশ কয়েক সপ্তাহ আগেই দিয়েছে কেন্দ্র। এর জেরে ১৮ থেকে ৪৪ বছর বয়সী নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করে মোদী সরকার। তবে ঘোষণা মতো বহু রাজ্যই শুরু করতে পারল না টিকাকরণ।

 বিজেপি শাসিত রাজ্যে কমতি ভ্যাকসিনের, রাহুলের টুইটে নয়া খোঁচা মোদীর দিকে

দেশে ভ্যাকসিনের এতটাই আকাল যে ৬ টি রাজ্যের কাছে ভ্যাকসিন না থাকার জন্য ভ্যাকসিন প্রদানই শুরু করতে পারেনি। বাকি জায়গায় কেবলমাত্র জেলাগুলিতে ভ্যাকসিনেশন হয়েছে। গত কয়েকদিন ধরেই তীব্র ভ্যাকসিন সংকট চলছে দেশে। অধিকাংশ রাজ্যেই করোনা ভ্যাকসিনের ভাঁড়ার শেষ। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী সাফ জানান যে , উত্তর প্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ, কর্ণাটকের মতো বিজেপি শাসিত রাজ্যেও ভ্যাকসিনের কমতি প্রকাশ্যে। আর সেই ইস্যুতে রাহুল গান্ধী খোঁচার সুরে টুইট করেন এদিন। তিনি কটাক্ষের সুরে লেখেন, 'ভ্যাকসিনের কমতির সংকট , অক্সিজেন, মেডিক্যাল সরবরাহের ঘটনা বাস্তব। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ছাড়া।'

কমিশনের নিয়ম মেনে করোনা পরীক্ষা করতে গিয়ে পজিটিভ রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলেন বিজেপি প্রার্থী কমিশনের নিয়ম মেনে করোনা পরীক্ষা করতে গিয়ে পজিটিভ রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলেন বিজেপি প্রার্থী

অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে ভ্যাকসিন কেবলমাত্র সেপ্টেম্বর থেকেই দেওয়া যাবে বলে জানিয়েছে জগন সরকার। প্রসঙ্গত এতটাই আকাল পরিস্থিতিতে মোদী সরকারের ভ্যাকসিন নীতিকে খোঁচা দিতে ছাড়েননি রাহুল গান্ধী। এদিকে দেশে, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪,০১,৯৯৩জন। দেশে দৈনিক করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে গিয়েছে। বেড়েছে সুস্থতার সংখ্যা। এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় ৩ লক্ষ। ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বেদের করোনা টিকাকরণের কথা থাকলেও মাত্র ৬টি রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। ভ্যাকসিন সংকটের কারণে বাকি রাজ্যগুলি সেটা করে উঠতে পারেনি।

English summary
BJP ruled states claim vaccine shortage, Rahul Gandhi tweets new post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X