For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরসি হবে না খোদ বিজেপি শাসিত এই রাজ্যে! প্রবাসী বাঙালি অধ্যুষিত শহরে'অনুপ্রবেশ' নিয়ে নয়া পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছিলেন গোটা দেশে লাগু করা হবে এনআরসি। তবে অসমের মতো নয়, অন্যভাবে শান্তিপূর্ণভাবে লাগু করা হবে এনআরসি। এবার পার্টিলাইনের সেই নীতিকে সরিয়ে রেখে কর্ণাটকরে ইয়েদুরপ্পা সরকার অমিত শাহের থেকে ভিন্ন সুরে অবৈধ অনুপ্রবেশ অনুপ্রবেশ রুখতে নয়া পদক্ষেপ নিচ্ছে বলে দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। একটা বড় অংশের বাঙালি অধ্যুষিত বেঙ্গালুরুতে ' অবৈধ অনুপ্রবেশ' নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে ইয়েদুরপ্পা সরকার।

কর্ণাটক সরকার কোন সিদ্ধান্তে ব্রতী

কর্ণাটক সরকার কোন সিদ্ধান্তে ব্রতী

বিজেপির বিএস ইয়েদুরপ্পা সরকার কর্ণাটকে এনআরসি হতে দেবে না বলে জানিয়েছে সাফ। তবে 'অনুপ্রবেশ' নিয়ে গেরুয়া শিবিরের অবস্থানেই অনড় এই সরকার। সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, কর্ণাটকের বিজেপি সরকার আলাদা করে ডেটাবেস বানাচ্ছে কেবলমাত্র ' অবৈধ অনুপ্রবেশকারী' দের জন্য।

অনুপ্রবেশকারীদের ডেটাবেসে কী থাকছে?

অনুপ্রবেশকারীদের ডেটাবেসে কী থাকছে?

বিদেশী ও অনুপ্রবেশকারীদের জন্য ভিন্ন ডেটাবেস বানানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কর্ণাটকে। কর্ণাটকে বিদেশীদের জন্যও সমস্ত রকমের তথ্য় সম্বলিত আলাদা তালিকা গড়ে তোলা হচ্ছে।

 অনুপ্রবেশ রুখতে ময়দানে কন্নড় সরকার

অনুপ্রবেশ রুখতে ময়দানে কন্নড় সরকার

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী কয়েকদিন আগেই ঘোষণা করছিলেন যে সারা দেশের মতো কর্ণাটকেও লাগু করা হবে এনআরসি। তবে তবে তার পরই সিদ্ধান্ত নেওয়া হয়, এনআরসি নয়, বরং অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে আলাদা তালিকা গড়া হবে রাজ্য। পাশাপাশি মেয়াদ ফুরানো ভিসায় কোন বিদেশীরা কর্ণাটকে থাকছেন তা নিয়েও জোর কদমে এবার ময়দানে নেমে খোঁজ খবর নিতে চলেছে কন্নড় সরকার।

 কর্ণাটকে গড়ে তোলা হচ্ছে ডিটেনশন সেন্টার

কর্ণাটকে গড়ে তোলা হচ্ছে ডিটেনশন সেন্টার

বেঙ্গালুরু সহ একাধিক শহরের বাইরে ইতিমধ্যেই ডিটেনশন সেন্টার গড়ে তোল হচ্ছে। বিদেশী নাগরিকদের সেখানেই রাখার বন্দোবস্ত শুরু হয়ে গিয়েছে। যা খুব শিগগিরিই কার্যকরী করা হবে বলে খবর।

English summary
BS Yediyurappa-led government in Karnataka has decided to not implement the National Register of Citizens (NRC) in the state, sources have said. The government has, however, decided to create a database of the immigrants who have been living in Karnataka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X