For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পি সি সরকার, জর্জ বেকার লোকসভা ভোটে লড়বেন বিজেপি টিকিটে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

পি সি সরকার ও জর্জ বেকার
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি: লোকসভা ভোটের প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। বৃহস্পতিবার সন্ধেবেলা দলের প্রথম সারির নেতারা একটি বৈঠকে মিলিত হন। এর পরই সাংবাদিক বৈঠক ডেকে প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। ৫৪ জন প্রার্থীর নাম রয়েছে এই তালিকায়। পশ্চিমবঙ্গ থেকে বিজেপি টিকিটে ভোটে লড়ছেন জাদুকর পি সি সরকার, অভিনেতা জর্জ বেকার প্রমুখ।

প্রথম দফার তালিকায় যে ৫৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ১৭টি আসনই পশ্চিমবঙ্গে। জলপাইগুড়ি থেকে বিজেপি-র টিকিটে লড়বেন প্রাক্তন আইপিএস অফিসার সত্যলাল সরকার। আর এক অবসরপ্রাপ্ত আইপিএস সুজিতকুমার ঘোষ লড়বেন মুর্শিদাবাদ থেকে। প্রাক্তন মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় বা জুলুবাবু লড়বেন কৃষ্ণনগর থেকে। প্রসঙ্গত, জুলুবাবু এনডিএ আমলে এই কৃষ্ণনগর থেকেই জিতে মন্ত্রী হয়েছিলেন। আর এক প্রাক্তন মন্ত্রী তপন শিকদার দাঁড়াচ্ছেন দমদম থেকে। জাদুকর পি সি সরকার (জুনিয়র) লড়বেন বারাসত থেকে। হাওড়া আসনে প্রার্থী হলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জর্জ বেকার। রাজ্য সভাপতি রাহুল সিনহাকে কলকাতা উত্তর আসনে প্রার্থী করা হয়েছে। প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় প্রার্থী হয়েছেন কলকাতা দক্ষিণ আসন থেকে।

প্রথম দফায় ৫৪ জনের নাম ঘোষণা

এ ছাড়াও কোচবিহার, বালুরঘাট, রাণাঘাট, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, বাঁকুড়া ইত্যাদি আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি।

পশ্চিমবঙ্গ ছাড়াও অরুণাচলপ্রদেশে ২টি, মণিপুরের ২টি, গোয়ার ২টি, ওডিশার ৬টি, মহারাষ্ট্রের ১৭টি, হিমাচলপ্রদেশের ৩টি এবং জম্মু-কাশ্মীরের ৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
নাগপুর আসনে প্রার্থী হয়েছেন বিজেপি প্রাক্তন সর্বভারতীয় সভাপতি নীতিন গড়করি, বীদ থেকে ফের প্রার্থী হয়েছেন সাংসদ গোপীনাথ মুন্ডে। জম্মু-কাশ্মীরের পাঁচটি আসনের দু'টিতে সংখ্যালঘু প্রার্থীদের মনোনয়ন দিয়েছে বিজেপ। দলের সভাপতি রাজনাথ সিং বলেছেন, সংখ্যালঘুদের পাশাপাশি আদিবাসী, দলিতদের নাম রাখা হয়েছে প্রথম দফার তালিকায়। বাকি দফায়ও সংখ্যালঘু, আদিবাসীদের মনোনয়ন দেবে বিজেপি। সামাজিক ক্ষমতায়ন ঘটাতেই দলের এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

English summary
BJP releases first list of candidates for the Lok Sabha Polls, P C Sarkar, George Baker get tickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X